মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামীদের জামিন চতুর্থবারের মতো নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ জনের জামিন আবেদন চতুর্থ বারের মতো নামঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন। এসময় তিনি মামলার আসামী  মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম, গাজী শামীম, ও আসলাম মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসূফ আলী গণমাধ্যমকে বলেন, “সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় কারাগারে থাকা ১৬ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলমসহ ৬ আসামি জামিনের আবেদন করে। আজ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের শুনানি শেষে ওই ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।”

উল্লেখ্য গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০ থেকে ১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় চেয়ারম্যানের ছেলে রিফাত নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় নাদিমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম হত্যা মামলা দায়ের করেন।

এম.এস.এইচ/

জামালপুর সাংবাদিক নাদিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন