সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

দুর্নীতির সব মামলা থেকে নওয়াজ শরিফকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশে ফেরার দেড় মাসের মাথায় তিনটি দুর্নীতি মামলা থেকেই অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত মঙ্গলবার আল আজিজিয়া দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দেয় ইসলামাবাদ হাই কোর্ট। এইটিই ছিল তার বিরুদ্ধে শেষ দুর্নীতি মামলা।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। তার আগে সব মামলা থেকে নওয়াজ শরিফের রেহাই তার প্রধানমন্ত্রীত্বের জল্পনাকে উস্কে দিল। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল লাহোরের দুর্নীতি দমন আদালত।  

উল্লেখ্য, পানামা পেপারসে নাম আসায় ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ। তার বিরুদ্ধে আয়-বহির্ভূত বিপুল অঙ্কের সম্পত্তি লুকোনোর অভিযোগ ছিল। পাকিস্তানের আদালত আজীবন দলের কোনও পদে থাকতে পারবেন না বলে রায় দেন। কিছু দিন কারাবাসের পর সরকারি মধ্যস্থতায় লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। 

চলতি বছর ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টে অ্যান্ড অর্ডারস অ্যাক্ট ২০২৩’ বিলে স্বাক্ষর করেন সে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি। নতুন এই আইন নওয়াজের দেশে ফেরার রাস্তা তৈরি করে।  

গত ২১ অক্টোবর দেশে ফেরার পর আয়-বহির্ভূত সম্পত্তি এবং লন্ডনে বেনামি সম্পত্তি মামলা দুর্নীতি মামলা থেকে মুক্তি পেয়েছিলেন নওয়াজ শরিফ। এ বার শেষ মামলা থেকেও রেহাই পেলেন তিনি।


সূত্র: বিবিসি 

এইচআ/ আই.কে.জে/ 


পাকিস্তান দুর্নীতি মামলা নওয়াজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন