বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

সংসদ নির্বাচনের সময় তীব্র শীত থাকতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আর সে সময় থাকতে পারে তীব্র শীত। তবে কোনো ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। আবহাওয়া অধিদফতর সম্প্রতি এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনকে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, ডিসেম্বর ১৫ হতে জানুয়ারি ১৫ পর্যন্ত তীব্র শীত থাকতে পারে। এ সময় শুষ্ক জলবায়ু বিরাজ করবে। মূলত ডিসেম্বরে উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলে কুয়াশা থাকতে পারে, তবে কোনো ঘূর্ণিঝড় থাকবে না। কুয়াশা সকাল পর্যন্ত থাকবে, দুপুরের দিকে এটি ঠিক হয়ে যাবে।

এদিকে তফসিল ঘোষণার আগে থেকেই নিয়মিত আবহাওয়া সংক্রান্ত তথ্য সরবরাহ করতে বলেছে ইসি। কর্মকর্তারা বলছেন, শীতের ভোটে কুয়াশা যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। তাই আবহাওয়ার গতিবিধি সব সময় পর্যবেক্ষণ করে নেওয়া হয়।

কেননা, কেবল উত্তরাঞ্চল নয়, ঘন কুয়াশা থাকলে নদী পথে বা চরাঞ্চল থেকেও ভোটকরণ পৌঁছাতে এবং ভোটের ফলাফল আনতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হয়।

আরো পড়ুন: ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির

সংবিধান অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। তার আগের নব্বই দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৫২ জন।

এসি/ আই.কে.জে/


সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন