বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

শ্রম আইনের কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শ্রমিকদের ধর্মঘট পালন ও শ্রম আদালতের ক্ষমতা বাড়ানোসহ প্রস্তাবিত আইনের আরও কিছু ধারার স্পষ্টীকরণ চেয়েছে আইএলও। মঙ্গলবার (১৭ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের বৈঠক এ বিষয়ে জানায় তারা।

বৈঠকে অংশ নেন আইএলওর কান্ট্রি ডিরেক্টর টোমো পোতিয়েইনেন, আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, আইএলওর প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার চায়ানিক থামপারিপাট্রা, আইএলওর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. সাইদুল ইসলাম, আইএলওর প্রোগ্রাম অফিসার চৌধুরী আলবাব কাদির।

সচিবালয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আগামী ২২ অক্টোবর তাদের সঙ্গে পুনরায় বৈঠক করবেন আইনমন্ত্রী। সেখানে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, কেবিনেটে অনুমোদন হওয়া গ্রুপ অব কোম্পানির ট্রেড ইউনিয়ন ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা এবং সাধারণ প্রতিষ্ঠানের জন্য ২০ ও ১৫ শতাংশ করায় সন্তুষ্ট হয়েছে আইএলও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনকালীন কোনও সরকারের বিষয়ে সংবিধানে কোনও বাধ্যবাধকতা নেই। কেবিনেট ছোট হবে নাকি একই থাকবে, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেমনটা চাইবেন, তেমনটাই হবে।

একে/

প্রস্তাবিত শ্রম আইন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন