শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের দেশে ফেরার সময় সম্পর্কে সবশেষ যা জানাল বিএনপি *** গানের সুরে শিক্ষা কর্মকর্তা বলছেন মাদক গ্রহণের কথা, ভিডিও ভাইরাল *** এ মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন *** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল

লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে হত্যা, ১১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২২ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মো. মিলন ও রুবেল নামের দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। মামলায় অন্য ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন মো. জামাল হোসেন (৩৯), জসিম উদ্দিন (৩৪), শাহজাহান (২৯), ফয়সাল খান জয় (২৯), মিলন ওরফে সিএনজি মিলন (৩৩), আল আমিন (৩৯), মো. বরকত (২৬), মো. নিশান (২৬), মো. লোকমান (৩৫), মো. রুবেল (২৯) ও মো. সুমন (৩৬)। দণ্ড ও খালাস পাওয়া আসামিরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ও দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণী থেকে জানা গেছে, নিহত খোরশেদ আলম মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে দত্তপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন তিনি। তখন আসামিরা দলবদ্ধভাবে ওই দোকানে উপস্থিত হয়ে খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করেন।

এ ঘটনায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর নিহত ব্যক্তির স্ত্রী তাহমিনা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ২০২১ সালের ২৪ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) হাসান জাহাঙ্গীর হোসেন আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এসকে/ 

খোরশেদ আলম মিরন হত্যা ১১ জনকে যাবজ্জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250