শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে চীনা প্রেসিডেন্টের চিঠি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৪ এপ্রিল) নবনিযুক্ত রাষ্ট্রপতিকে এ অভিনন্দনপত্র পাঠান চীনের প্রেসিডেন্ট। চিঠিতে চীনের গণপ্রজাতন্ত্রী সরকার ও তার জনগণের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান শি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী এই দুই দেশ একে অপরকে সম্মান করছে। পাশাপাশি একে অপরকে সমান বলে আচরণ করাসহ পরস্পর স্বার্থসম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে, যা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং দেশগুলোর মধ্যে সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে।

চিঠিতে আরও জানানো হয়, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে শি জিনপিং অত্যন্ত গুরুত্ব দেন। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেয়ার জন্য উচ্চমানের এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নির্মাণের জন্য নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে সামনের দিকে এগিয়ে নিতে চান শি, যাতে উভয় দেশের জনগণের উপকার হয়।

সবশেষে, চিঠিতে শি জিনপিং বাংলাদেশের সমৃদ্ধি এবং জনগণের সুখ কামনা করেছেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর শপথ নথিতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারে বসেন পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন।

এম/

আরো পড়ুন:

২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অভিনন্দন চীনা প্রেসিডেন্ট চিঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250