মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

রাউজানে আবর্জনা থেকে উৎপাদন হচ্ছে জৈবসার ও মাছের খাবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ময়লা-আবর্জনা থেকে উৎপাদন করা হচ্ছে জৈবসার ও মাছের খাবার। এর ফলে একদিকে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাচ্ছে, অন্যদিকে স্থানীয়রা আর্থিকভাবে লাভবান হচ্ছে।

বাসা-বাড়ির ফেলে দেয়া উচ্ছিষ্ট বর্জ্য সাজিয়ে রেখে প্রতিদিন বিকিকিনি চলছে চট্টগ্রামের রাউজানে।  অপনচশীল ময়লা-আবর্জনা প্রতি বস্তা ২০০ টাকা দরে কিনে নিচ্ছে পৌর কর্তৃপক্ষ। 

এসব ময়লা আবর্জনা দিয়ে দৈনিক এক হাজার কেজি জৈব সারসহ মাছ ও হাঁস-মুরগীর খাবার তৈরি হচ্ছে। সহজলভ্য হওয়ায় খামারিরাও এসব খাবরের দিকে ঝুঁকছেন।

”আমরাএখানে দৈনিক এক হাজার কেজি সার উৎপাদন করছি।” বলেন একজন উৎপাদক। বাসা-বাড়ির ফেলে দেয়া উচ্ছিষ্ট থেকে উৎপাদিত ব্ল্যাক সোলজার ফ্লাই প্যারোট পোকা মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে।

”যেহেতু প্রোটিনের পরিমাণ বেশি সেহেতু এই খাবার খাওয়ালে সমস্যা নেই ।” বলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

বর্জ্য থেকে জৈব সারসহ হাঁস-মুরগী ও মাছের খাবার উৎপাদনের এই প্রকল্পটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রকল্পটি সারাদেশে একটি মডেলে পরিণত হবে।

আরো পড়ুন: বর্ষায় ছাদে সবজি বাগান, জানুন কৌশল

রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, “একদিকে পরিবেশ পরিষ্কার হচ্ছেম অপরদিকে মানুষ উপকৃত হচ্ছে, আমার মনে হয় এটা পূর্ণাঙ্গভাবে চালু হলে পৌরসভাও উপকৃত হবে।

দেশের সব পৌরসভা বর্জ্যকে সম্পদে পরিণত করার এমন উদ্যোগ নিলে মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং পরিবেশবান্ধব হয়ে উঠবে।

এম এইচ ডি/

রাউজান আবর্জনা জৈবসার উৎপাদন মাছের খাবার পৌরসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন