সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

মিসরে বৃত্তি নিয়ে স্নাতক-স্নাতকোত্তরে পড়ার সুযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিসর সরকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তরে বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আবেদন চলছে। আবেদন করতে হবে অনলাইনে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের মিসরের study in Egypt Website দেওয়া নিয়ম অনুযায়ী আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

শিক্ষার্থীরা ৯ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পাশাপাশি সরাসরি হার্ড কপি আবেদনপত্র জমা দিতে হবে। হার্ড কপি জমা দেওয়ার শেষ দিন ১০ আগস্ট বেলা সাড়ে তিনটা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসরের বিশ্ববিদ্যালয়গুলোতে কেবল অনলাইনে ভর্তি হয়ে থাকে। ফলে অনলাইন আবেদন ছাড়া কোনো শিক্ষার্থীর মনোনয়ন মিসরীয় কর্তৃপক্ষ গ্রহণ করবে না। মিসরের ওই ওয়েবসাইটে আবেদন ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। 

মিসরের উচ্চশিক্ষা মন্ত্রণালয়/ওয়াফেদিন কর্তৃক অনলাইন আবেদন গৃহীত হওয়ার একটি কপি (হার্ড কপি) আবেদনের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক। আরবি ভাষায় দক্ষতা থাকলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। কোনো প্রার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। আন্ডারগ্র্যাজুয়েট/মাস্টার্স যেকোনো একটি প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম

*প্রাথমিক তথ্য ফরমসহ আবেদনসমূহ (তিন সেট) এবং সংশ্লিষ্ট সব কাগজপত্র একটি খামে দাখিল করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

*আবেদনকারীকে প্রথমে মিসর কর্তৃপক্ষের অনলাইন লিংকে আবেদন করতে হবে। এরপর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের লিংকে আবেদন করতে হবে।

*মিসর সরকারের আবেদন লিংকের জন্য এখানে ক্লিক করুন 

*শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আবেদনের লিংকের জন্য এখানে ক্লিক করুন

আরো পড়ুনবিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান জাতিসংঘের

আবেদনের শেষ সময়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনলাইন লিংকটি ৯ আগস্ট রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। দুই লিংকেই পাঠানো আবেদন ফরমের কপি সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া যায়।

অনলাইনে আবেদনের নির্দেশনাসহ মিসর সরকারের বৃত্তির বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

এসি/ আইকেজে 


স্নাতক স্নাতকোত্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250