মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

মাত্র ১০৫ দিনেই কোরআনের হাফেজ আট বছরের ফাহিম

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মাত্র ১০৫ দিনেই পবিত্র কুরআন শরিফ মুখস্থ করেছে ফাহিম। তার পুরো নাম মো. আবদুল্লাহ আল ফাহিম। বয়স মাত্র আট বছর চার মাস।

রোববার (২৬শে নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়ার হাফেজ নগরে নেয়ামত নূর জামে মসজিদ ও ইসলামি শিক্ষা কেন্দ্রে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪’ এর চট্টগ্রাম পর্বের অডিশনে অংশ নেয় ফাহিম। এ সময় ক্ষুদে কুরআনের পাখিদের মিলনমেলা তৈরি হয় সেখানে।

ফাহিম কক্সবাজারের ঝিলংজার হেদায়েতুন নূর হিফজুল কোরআন সেন্টারের ছাত্র। তার বাবা সেলিম উল্লাহ জাহাঙ্গীর উখিয়ার একটি মসজিদের ইমাম। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ফাহিম।

ফাহিমের শিক্ষক হাফেজ মো. শোয়াইবুল ইসলাম সোহেল বলেন, মাত্র সাড়ে তিন মাসে ৩০ পারা কোরআন মুখস্থ করেছে ফাহিম। সে খুবই মেধাবী। বড় হয়ে সে ইসলামিক স্কলার হতে চায়। তার জন্য সবার কাছে দোয়া চাই।

আরো পড়ুন: ৩৩ বার হজ করেছেন আবুল ফায়েজ!

দেশের সবচেয়ে বড় কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছে ফাহিমও।

প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দীন কাসেম বলেন, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় আয়োজন চলছে। প্রথমবারের চেয়ে এবার বেশি সাড়া পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার প্রতিযোগীরা অংশ নিচ্ছে। দুই পর্বে প্রতিযোগিতা হবে। এরমধ্যে ১০ জন ইয়েস কার্ড পাবে।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার পুরস্কার ছাড়াও বিজয়ী, বিজয়ীর পরিবার ও ওস্তাদের ওমরা হজ রয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

এসি/ওআ




ফাহিম কোরআন হাফেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন