মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ *** ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর *** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা

মজার ভিডিও শেয়ার করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

একসময় তাকে বলা হতো ‘অ্যাংরি ইয়াং ম্যান’। তাহলে কী হবে! বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মধ্যে কিন্তু চরম হিউমার লুকায়িত। মাঝেমধ্যেই তা প্রকাশ্যে আসে। এই যেমন অতি সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মজার ভিডিও শেয়ার করে নিজের মজার রূপটি আরেকবার প্রকাশ্যে আনলেন। 

প্রচণ্ড গরমে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। খেটে খাওয়া মানুষের গরমের কথা ভাবলে চলে না। তাদের নিত্যদিনই কাজের জন্য বাইরে বেরোতে হয়। এমনই পরিস্থিতিতে রাস্তায় গরম থেকে বাঁচার সহজ উপায় বের করে নিয়েছেন এক ব্যক্তি। তার সেই মজার পন্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ বিগ বি।

অমিতাভ বচ্চনের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির মাথা ন্যাড়া, অথচ লম্বা মোটা একটি টিকি রেখেছেন। পনিটেল করে বেঁধে নিয়েছেন সেই টিকি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে সেই পনিটেলকেই ফ্যানের মতো ঘোরাতে ঘোরাতে চলেছেন সেই ব্যক্তি।

টিকি ঘুরছে ফ্যানের মতো, হাওয়াও হচ্ছে। এমনই মজার একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘গরমে দিনে, তিনি নিজের ফ্যানকে ঠান্ডা করার জন্য বয়ে নিয়ে চলেছেন।’

বিগ বি’র পোস্ট করা এই ভিডিওটি প্রায় ২.৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘রাস্তায় চলা হেলিকপ্টর।’ কারোর কথায়, ‘ও মাই গড, আপনার রসবোধে অভিভূত, স্যার।’ কারোর কথায়, ‘দিনের সেরা পোস্ট, খুবই মজার।’

 আরো পড়ুন: প্রিয়াঙ্কায় অভিভূত হৃতিক

কেউ আবার নীতি পুলিশ হয়ে লিখেছেন, ‘ঠিক করলেন না স্যার। আপনি লোকেদের কপি না করতে বলেন কিন্তু নিজেই অনুমতি ছাড়া এই ভিডিও নিয়েছেন।’ কারোর কথায়, ‘অন্যকে নিয়ে মজা করা ঠিক নয়। আপনি শিক্ষিত, এটা আপনার কাছ থেকে আশা করিনি।’

এসি/ আইকেজে 

 

বলিউড অমিতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন