মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

ভারতে পেট্রলের চেয়েও টমেটোর দাম বেশি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের বাজারে টমেটো এখন প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বেশ কিছুদিন ধরেই দেশটির বিভিন্ন রাজ্যে নিত্যপ্রয়োজনীয় এ সবজির দাম বেড়েই চলেছে। অবশেষে পেট্রলের দামকেও ছাড়িয়ে গেছে টমেটো। এক কেজি পেট্রলের দাম ৯৬ রুপি অথচ এক কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে ১২০ রুপিতে। 

ভারতের গণমাধ্যমগুলো বলছে, আবহাওয়া অনুকূলে না থাকায় ও অতিবৃষ্টির কারণে ভারতে এবার টমেটো কম উৎপাদন হয়েছে। আর এর বেশ বিরূপ প্রভাব পড়েছে বাজারে। 

শুক্রবার রাজধানীর দিল্লিতে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১২০ রুপিতে। চলতি বছরের শুরুতে যা ছিল মাত্র ২২ রুপি। দেশটির খাদ্য মন্ত্রণালয়ের নথি থেকেই জানা গেছে এ তথ্য। তবে উত্তরাখণ্ডে টমেটোর দাম ২৫০ রুপিতে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। টমেটোর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে দেশটির বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ।

টমোটোর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে মজার মজার মিম তৈরি করছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহাকারী। টমেটো নিয়ে তৈরি বেশ কয়েকটি মিম ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে- বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট ও তিন স্প্রিন্টারকে। বোল্টের ওপর লেখা হয়েছে ‘টমেটো’; অপর তিনজনের ওপর লেখা হয়েছে- ‘জুতা’, ‘ডিজেল’ ও ‘পেট্রল’। 

এর মাধ্যমে বোঝানো হয়েছে এ তিন পণ্যের চেয়েও দ্রুতগতিতে বাড়ছে টমেটোর দাম। টমেটোর এমন দাম বাড়ার কারণে দেশটিতে অপরাধ সংঘটিত হওয়ার ঘটনাও ঘটেছে। কর্ণাটকের এক কৃষক দাবি করেছেন, কিছু দুষ্কৃতকারী তার দেড় লাখ রুপির টমেটো চুরি করে নিয়ে গেছে।

আরো পড়ুন: যে 'উলঙ্গ' যোদ্ধারা ব্রিটিশদের ভারত দখলে সহায়তা করেছিল

এদিকে ভারতে জুন-জুলাই এবং আবার অক্টোবর-নভেম্বরে টমেটোর দাম বাড়ে। কিন্তু এবার তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। দেশটির খাদ্য কর্মকর্তারা জানান, এ সময়টাকে মৌসুমি দাম বৃদ্ধি হিসেবে দেখা হয়। আগস্টে ফসল তোলার সময় হলে টমেটোর দাম কমে যাবে।

ভারতে টমেটোর মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের রাজ্যগুলো। নিজেদের চাহিদা মিটিয়ে মৌসুমের ওপর নির্ভর করে বাড়তি পণ্য অন্য রাজ্যে সরবরাহ করে তারা। এসব রাজ্যে এবার ফলন কম হয়েছে বলেই জানিয়েছে ভারতের খাদ্য কর্তৃপক্ষ।

এম এইচ ডি/

ভারত পেট্রল টমেটো দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250