মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

ভারতকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু আমেরিকান পণ্যের ওপর আরোপিত শুল্ক নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। বিশেষ করে হার্লে-ডেভিডসন মোটরসাইকেলে ভারতের উপর আরোপিত শুল্ক উল্লেখ করে তিনি বলেছেন যে, ”তিনি যদি ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন, তবে মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতীয় পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করবে।” 

২০১৯ সালের মে মাসে যখন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, তিনি উচ্চ করের কারণে ভারতকে 'শুল্ক রাজা' বলে অভিহিত করেছিলেন। সেইসঙ্গে তিনি আমেরিকার জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সে (জিএসপি) ভারতের প্রবেশাধিকারও নিষিদ্ধ করেন। জিএসপির অধীনে আমেরিকা ১০০ টিরও বেশি দেশ থেকে আমদানি করা হাজার হাজার পণ্যের উপর শুল্ক আরোপ করেনি, যা দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যকে উৎসাহিত করে। 

তবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বাজারে ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রবেশাধিকার দিচ্ছে না বলে অভিযোগ করে ট্রাম্প ভারতকে জিএসপি থেকে সরিয়ে দিয়েছিলেন। 

সম্প্রতি ফক্স বিজনেস নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ”তিনি এখনও পর্যন্ত ভারতের দ্বারা আরোপিত উচ্চ শুল্কের কঠোর সমালোচনা করছেন।” 

ট্রাম্প বলেন, “ভারত অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করে এবং আমি ’হার্লে ডেভিডসনে’র উপর ভারত যে শুল্ক আরোপ করেছে তা নিয়ে বলতে পারি। ভারত যদি আমাদের কাছ থেকে শুল্ক নেয়, তাহলে আমরা কীভাবে ভারতের সঙ্গে ব্যবসা করব? তারা আমাদের ওপর ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে।” 

তিনি আরও বলেন, ”আমি বলছি যে তারা তাদের মোটরবাইক তৈরি করে এবং তারা আমাদের দেশে ট্যাক্স ছাড়াই বিক্রি করতে পারে। ভারত আমাদের পণ্যের উপর এত বেশি শুল্ক আরোপ করে যে কেউ সেগুলো কিনতে চায় না।”  

ট্রাম্প বলেন, 'ভারত যদি আমাদের কাছ থেকে অতিরিক্ত শুল্ক নেয় তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ভারতের পণ্যের ওপরও শুল্ক আরোপ করা উচিত।' 

বর্তমানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি আদালতে মামলা এবং অভিশংসনের সম্মুখীন হচ্ছেন৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান জাতীয় জরিপ অনুসারে, ট্রাম্প রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন এবং গ্র্যান্ড ওল্ড পার্টি ভোটের অর্ধেকেরও বেশি তাঁদের রয়েছে৷

এসকে/ 


ডোনাল্ড ট্রাম্প ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250