মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

ব্রিকস সম্মেলনের আগে সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা চলা ব্রিকস সম্মেলনে মুখোমুখি হবেন। 

তবে সম্মেলনে মুখোমুখি হওয়ার আগেই পারস্পরিক আস্থার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের শীর্ষ সেনাকর্মকর্তারা। এটি ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে ১৯তম বৈঠক। এতে ভারতের তরফ থেকে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল রশিম বালি।

এসসিও বৈঠকের আগে  গত ২৩ এপ্রিলও ভারত এবং চীন সীমান্ত বৈঠকে বসেছিল। তবে সে বৈঠকে পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সরানো নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি দু’পক্ষ। ২০১৭ সালে ডোকলাম সংঘাতের পর ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনা হাতাহাতিতে জড়িয়ে পড়াপর পর থেকে বার বার উত্তপ্ত থেকেছে ভারত-চীন সীমান্ত। এক্ষেত্রে এটা জেনে রাখা উচিত যে, ভারত-চীনের মাঝে থাকা ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসাবে কখনওই স্বীকার করেনি চীন। চীনের বিরুদ্ধে একতরফা ভাবে সীমান্তের স্থিতাবস্থা নষ্ট করার অভিযোগ অনেক আগেই তুলেছে ভারত।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ এর বৈঠক  অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার কথা জিনপিংয়ের। মূল বৈঠকের পাশাপাশি একটি পার্শ্ব বৈঠকও করতে পারেন ভারত এবং চীনের রাষ্ট্রপ্রধান। তার আগেই সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে চাইছে বেইজিং এবং নয়াদিল্লি। 

এম.এস.এইচ/

চীন ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250