বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

বাড়িতে অভাব, তবুও লাখ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কর্মজীবন শুরু করেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি। একতা কাপুরের ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ধারাবাহিকের তুলসি তখন সবশ্রেণির দর্শকের কাছে বেশ জনপ্রিয়।

ইন্ডাস্ট্রিতে নামডাক হলেও বাড়িতে টাকার অভাব ছিল। ঠিক সেই সময়েই স্মৃতি ইরানির কাছে এক পান মশলা ব্র্যান্ডের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার ঘটনার কথা ফাঁস করেন অভিনেত্রী।

বাড়িতে টাকার অভাব থাকা সত্ত্বেও লাখ লাখ টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। স্মৃতিচারণা করে স্মৃতি ইরানি জানান, তখন সবে কাজ শুরু করেছেন তিনি। পকেট একেবারে শূন্য। জুবিন ইরানিকে বিয়ে করেছেন কিছুদিন হলো। ব্যাংকে ২০-৩০ হাজার টাকাও ছিল না। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনেন।

আরো পড়ুন: চরিত্র নিয়ে কথা বলতে চাই না: রাফিয়াত রশিদ মিথিলা

এ অভিনেত্রী বলেন, ‘সেই লোন শোধ করা আমার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল। ঠিক সেই সময়েই পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব আসে। মনে আছে, সেটে হঠাৎই একদিন একজন এসে সেই বিজ্ঞাপনের প্রস্তাব দেন। আর ততটাই মোটা পারিশ্রমিক দিতে চেয়েছিলেন তিনি, যা কিনা আমার ব্যাংকের থেকে নেওয়া লোনের দশগুণ।

আমি তৎক্ষণাৎ সেই প্রস্তাব ফিরিয়ে দিই। সেটা দেখে চারদিকে সকলের প্রতিক্রিয়া এমন ছিল যেন আমি পাগল হয়ে গেছি। আমাকে বলা হয়েছিল, আরে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার এখন টাকার দরকার।’ তার জবাবও অবশ্য তাদেরকে দেন স্মৃতি ইরানি।

তিনি বলেন, ‘কত পরিবার, কত বাচ্চারা সেই বিজ্ঞাপন দেখবে। তারা কী ভাববে? দর্শকরা তো ভাবতেই পারে যে, আপনি তো পরিবারের সংসারি বউমা আর আপনি কিনা পান মশলা বিক্রি করছেন! এমনকী, এরপরও আমার কাছে আসা অ্যালকোহল কোম্পানির তৈরি ফ্লেভারড পানীয় বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছি। বাচ্চারা ওগুলো দেখবে, তাই মন সায় দেয়নি।’

অভিনয়ের মতো রাজনীতির মঞ্চেও সফল এই নারী। ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। এরপর তিনি ভারত সরকারের বস্ত্র মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এসি/

লাখ স্মৃতি ইরানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250