শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

বাজারে মাছ বিক্রি করছেন সাবিলা নূর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

সকালে ভিড়ঠেলা বাজারে মাছ বিক্রি করছেন অভিনেত্রী সাবিলা নূর! মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো থেকে দাম হাঁকানো সবটাই করছেন অবলীলায়। অনেকে তো সত্যি ভেবে ভুলও করছেন।

হ্যাঁ, এমনটাই দেখা গেছে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিং সেটে। নির্মাতা আলোক হাসানের পরিচালনায় এতে মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলতে এবং নাটকে সত্যিকারের আবহ তুলে ধরতে গতকাল শনিবার সকালে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে শুটিং হয় নাটকটির।

এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘অনেক বড় বাজার। তারমধ্যে শুটিং। বাজারে সত্যিকারের ক্রেতা–বিক্রেতাও প্রচুর। অনেক মানুষ সেখানে। শুটিং করা অনেক কষ্ট । অনেকে বুঝতেও পারেনি শুটিং চলছে। এ কারণে অনেকটা সমস্যাও হচ্ছিল। যথাযথভাবে ক্যামেরা ধরতে সমস্যাও হচ্ছিল। একসময় বাজারের লোকজনের সহায়তা ঠিকঠাক মতো শুটিং সারতে পেরেছি। সত্যিকারের মাছ বিক্রেতা মনে করে কোনো কোনো ক্রেতা আমার সঙ্গে মাছের দামদরও করছেন। বিষয়টি বেশ মজাও পাচ্ছি। রোববার সকাল থেকে আবারও মাছ নিয়ে বসতে হবে এই বাজারে। কিছু শুটিং বাকি আছে।’

তিনি আরও বলেন, ‘শুটিংয়ের সময় কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো—এ কাজগুলো করতে হচ্ছে। মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হচ্ছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে। পুরো বিষয়টি আমার জন্য খুব একটা সহজ নয়।  আজ সকাল থেকে মাছবাজারে বসে বসে এ কাজটি করছি।’

টিকে থাকার সংগ্রামে ব্যস্ত এক নারীর গল্প তুলে ধরা হয়েছে ‘মৎস্যকন্যা’নাটকে। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় সাবিলাকে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ। পরিচালনার দায়িত্বে আছেন আলোক হাসান। নির্মাতা জানিয়েছেন আজ সোমবার দৃশ্যধারণ শেষ হবে নাটকটির।

ওআ/

সাবিলা নূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250