বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

বডি মিস্ট নাকি পারফিউম কোনটি সেরা?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিষ্টি সুভাসের জন্য বডি মিস্ট যেমন ব্যবহার করা যায় তেমনি ব্যবহার করা যায় পারফিউমও। কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিতে বডি মিস্ট নাকি পারফিউম কোনটি সেরা ও নিরাপদ তা হয়তো অনেকেই জানেন না।

তাই আজকের আয়োজনে থাকছে বডি মিস্ট ও পারফিউম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। পারফিউম সবার কাছেই পরিচিত একটি নাম। নিজেকে মিষ্টি একটি গন্ধে সুরভিত করতে অনেকেই এটি ব্যবহার করেন। আবার অনেকে পারফিউমের পরিবর্তে বেছে নেন বডি মিস্টকে।

নিজেকে সুরভিত করতে এই বডি মিস্টও দারুণ কাজ করে। তবে এ দুইয়ের মধ্যে কোনটিকে বেছে নেয়া বুদ্ধিমানের কাজ বলুন তো?

বডি মিস্ট নাকি পারফিউমকে প্রতিদিনের ব্যবহারে বেছে নেয়া উচিত এমন সিদ্ধান্তের জন্য আপনাকে আগে জানতে হবে এ দুই প্রোডাক্টের মূল পার্থক্যগুলো সম্পর্কে।

বডি মিস্টের সৌরভ বা সুগন্ধি হয়ে থাকে হালকা আমেজের। আপনি যদি বডি মিস্ট ব্যবহার করেন তবে আপনার পাশে থাকা মানুষ এর সুগন্ধ অনুভব করবে। ঘরের সবাই নয়।

অন্যদিকে পারফিউমের সুভাস অনেক জোরালো। ঘরে প্রবশের সঙ্গে সঙ্গে সবাই এর সুভাস অনুভব করতে পারবে।

এখন হয়তো মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তাহলে তো পারফিউমই সেরা। এমনটা মোটেও করবেন না। কারণ ঘামের দুর্গন্ধ দূর করতে আপনার বেশি সুভাসের প্রয়োজন নেই। হালকা মিষ্টি সুভাস দিয়েই কিন্তু তা সম্ভব।

তাছাড়া অনেকে কড়া পারফিউমের সুগন্ধ পছন্দ করেন না। তাই পারফিউম ব্যবহার না করে বডি মিস্টকেই প্রাধান্য দিতে পারেন। বডি মিস্ট প্রাধান্য দেয়ার দুটি সুবিধা রয়েছে। যেমন বডি মিস্টের দাম পারফিউম থেকে কম। দ্বিতীয় সুবিধা হলো পারফিউম ত্বকে ব্যবহারে অনেক সময় অ্যালার্জি, র্যাশের সমস্যা দেখা দেয়। বডি মিস্টের ক্ষেত্রে সে শঙ্কা একদমই নেই।

আরো পড়ুন:ক্লান্তি লুকাবেন যেভাবে

বডি মিস্টের আরও একটি সুবিধা হলো এটি হাতে অল্প নিয়ে লোশনের মতো ত্বকে ব্যবহার করা যায়। কিন্তু পারফিউম শুধু স্প্রের মাধ্যমেই ত্বকে ব্যবহার করতে হয়। তাই সবদিকে দিয়ে ভেবে দেখলে সেরার তালিকায় পারফিউম নয়, বডি মিস্টেরই নাম চলে আসে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250