সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

বরিশালে শুরু হয়েছে বৃক্ষমেলা

বট গাছের দাম সাড়ে ৫ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩

#

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রতি বছরের মতো এবারও মেলার স্টলগুলো ভরে গেছে নানা প্রজাতির গাছে। তবে মেলায় বিভিন্ন প্রজাতির ছোট ছোট গাছের চাহিদা থাকলেও সবার নজর কাড়ছে আদর্শ নার্সারির একটি বনসাই করা ‘ফাই বট’ গাছ। চল্লিশ বছরের বেশি বয়সী গাছটির দাম ধরা হয়েছে সাড়ে ৫ লাখ টাকা।

নগরীর বঙ্গবন্ধু উদ্যান মাঠে গিয়ে দেখা যায়, গাছটি দেখতে কম বেশি মানুষের ভিড় লেগেই আছে।

মেসার্স আদর্শ নার্সারির পরিচালক রুবেল খান বলেন, ১০ বছর আগে এই ফাই বট নামের বনসাই গাছটি আমরা ভারত থেকে আমদানি করেছি। এরপর থেকে আমাদের নার্সারিতেই রক্ষণাবেক্ষণ করছি। গাছটির বয়স চল্লিশ বছরেরও বেশি হয়েছে।

তিনি আরও বলেন, গাছটি যে দেখে সেই মুগ্ধ হয়। গাছটির বিশেষত্ব হচ্ছে এটা যত দিন বাঁচবে একই রকম থাকবে। আর যত বয়স বাড়বে এটার সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে। গাছটি দেখতে এবং ছবি তুলতে প্রতিদিন হাজার হাজার লোক আসছেন। কেউ কেউ গাছটি দেখে মেলায় আসা সার্থক হয়েছে বলেও জানান। গাছটি দেখে অনেকেই দাম বলেছেন। আশা করি শিগগির গাছটি বিক্রি হয়ে যাবে।

মেলা ঘুরে দেখা যায়, বনসাই ছাড়াও মেলায় আছে বিভিন্ন প্রজাতির অর্কিড, মৌসুমি ফলজ-বনজ-ঔষধি, দেশি-বিদেশি ফুল, জৈব সার, আধুনিক সেচ পদ্ধতির যন্ত্রপাতিসহ অনেককিছু। এছাড়া প্রতিটি স্টলেই আছে নানা প্রজাতির ক্যাকটাস। পাশাপাশি ইনডোর প্ল্যান্ট ডেকোরেশনের জন্যও আছে ভিন্ন ভিন্ন বাহারি গাছ।

এছাড়া বৃক্ষমেলায় ছাদবাগানিদের জন্য রয়েছে বিভিন্ন প্রজাতির টবসহ প্রয়োজনীয় সবকিছু। জৈব সার থেকে শুরু করে ছাদে গাছের স্বয়ংক্রিয় সেচের জন্য প্রয়োজনীয় সামগ্রীর স্টলও আছে মেলায়। অফিস ডেস্ক ও বাড়ির আঙিনায় সবুজের ছোঁয়া রাখতে মেলায় পাওয়া যাচ্ছে টবসহ বিভিন্ন জাতের গাছ।

২৬ জুলাই থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৯ আগস্ট পর্যন্ত। রোদ বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকে রাত পর্যন্ত মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের সমাগম আছে বলে জানান বিক্রেতারা।

আরো পড়ুন: প্রকৃতিতে শুভ্রতা ছড়ানো বড় সাদা বক

মেলার তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান, এ বছর মেলায় ৫০টি স্টলে বরিশালের বিভিন্ন এলাকার নার্সারি অংশ নেয়। মেলার স্টলগুলোর সাজসজ্জাতেও আছে দারুণ কারুশৈলী। স্টলগুলো দেখলে মনে হবে, দারুণ ছোট একটি বাগান। দুইপাশে সুন্দর সুন্দর গাছ, মাঝ দিয়ে হাঁটার জন্য রাস্তা।

এম/


বৃক্ষমেলা বরিশাল বনসাই বট গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন