ছবি: সংগৃহীত
আগামীর বাংলাদেশ কেমন হবে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে লক্ষ্যে আগামী দিনের রাজনীতি পরিচালনা করবে, তা সমন্বয় করে ২৪ দফার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (৩রা আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম গত বছরের অভ্যুত্থানে যেসব পক্ষ স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে ছিল, তাদেরও স্মরণ করেন। তিনি বলেন, এক দফার ঘোষক এই দেশের সাধারণ মানুষ। পরে তিনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম বলেন, ‘আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতনের ডাক দিয়েছিলাম। ছাত্র-শ্রমিক-জনতার বিপুল আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে এক অবিস্মরণীয় বিজয় অর্জন করেছিলাম। আমাদের সুস্পষ্ট এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই।'
তিনি বলেন, 'এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরও এক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে ডিজাইনে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারিনি। বরং রাষ্ট্র ও সমাজে দীর্ঘদিনের জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত ২৮শে ফেব্রুয়ারি আমরা আপনাদের হয়ে শ্রমিক-জনতার রাজনৈতিক দল এনসিপি গঠন করেছি।’
তিনি আরও বলেন, ‘গত এক বছরে আপনারা লক্ষ করেছেন যে, রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারে বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের জন্য সুদৃঢ় অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই মৌলিক সংস্কারগুলোর পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলে আমাদের ২৪-এর গণ-অভ্যুত্থান গণতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত হবে না।’
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ পতনের বছরপূর্তিতে এই জুলাই যে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশের আপামর ছাত্র-শ্রমিক-জনতা, আবাল-বৃদ্ধ-বনিতা; চায়ের টঙের দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা-শ্রমিক আপনাদের সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে, আমাদের শহীদ পরিবার আর আহত ভাই-বোনদের প্রত্যাশার কথা শুনেছি। শুনেছি, আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সব শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক এক বছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে, একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতিহার ঘোষণা করছি।’
খবরটি শেয়ার করুন