মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

ফের ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে গত মাসে আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এতে অস্ট্রেলিয়াকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে এসেছিল বাবর আজমের দল। তবে শীর্ষস্থান বেশিদিন নিজেদের দখলে রাখতে পারলো না পাকিস্তান দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। টানা দ্বিতীয় ম্যাচে তারা পেয়েছে জয়। দ্বিতীয় ওয়ানডেতে ১২৩ রানের বিশাল জয়ের পর ফের ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে অসিরা।

ব্লুমফন্টেইনে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৯২ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। জাবেব ২৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দুর্দান্ত জয়ের ফলে ওয়ানডে র‌্যাংকিংয়ে নিজেদের থলিতে ১২১ পয়েন্ট জমা করে অস্ট্রেলিয়া। এতে তারা পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় তারা। এই ম্যাচ খেলার আগে তাদের পয়েন্ট ছিল ১২০।

ওয়ানডের দলগত র‌্যাংকিংয়ে পাকিস্তান এখন ১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

এসকে/ 

আফগানিস্তান পাকিস্তান এশিয়া কাপ ওয়ানডে অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন