শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ!

প্রিয় চিরচেনা আগন্তুক, তোমার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাই

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

প্রিয় চিরচেনা আগন্তুক,

তুমি কেমন আছ- ধারণা না করার মতো দূরে আমার অবস্থান। একই আকাশের নিচে আমরা, একই পথ হয়ে গন্তব্যে ফেরা। তবুও অধিকারে এতটাই দূরে লাগে যেন দূর আকাশের তারা। সেই চিরচেনা তুমিটাকে এতটাই অচেনা লাগে, মনে হয় আগন্তুক, মনে হয় তুমি সেই চরিত্রে ছিলে যার পুরোটাই কল্পনায় ঘেরা। 

জানো? তোমার চিরচেনা রূপটা থেকে অপরিচিত হয়ে যাওয়া মেনে নিতে আমার ভেতরটা আছড়ে পড়া কাচের বোতলের মতো টুকরো টুকরো হয়ে গেছে। তোমার গড়ে দেওয়া প্রতিটা অভ্যাস এখন তোমার অনুপস্থিতি আমায় ভীষণ ভাবে ভেঙে দেয়। আমি এখন নির্জনতায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ সেথায় কল্পনার খেয়ালে সেই চেনা তুমিটাকে পাই।

তোমার চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাই। অথচ আচরণে তার উল্টোটা পাই। তুমি হয়তো বা জানো না, মুখের কথায় কেউ দূরে যায় না বা কাছে আসে না। কাছে আসে চোখের মায়ায়। বাহিরটা তো লোক দেখানো পরিবর্তন করে নিয়েছো, কিন্তু ভেতরটা কী আর বদলানো যায়? 

আমি যেমনটা অনুভব করি তোমারও কি তেমনি অনুভব হয়? প্রতিটা মুহূর্তে একটা প্রশ্নই জাগে মনে, ভুলে গেছো কি আমায়?

——ইতি 

তোমার পরিচিত

অপরিচিতা

আরো পড়ুন : এই যে রাজধানী, তুমি আমার অনেক পাওয়ার মাঝে বিশাল না পাওয়া


এস/ আই.কে.জে

 

চিরচেনা আগন্তুক ভুলে গেছো অপরিচিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন