মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা দুপুর আড়াইটায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন করছেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো নিয়ে বৈঠক শেষ হয়েছে। ঘোষণা করা হবে দুপুর আড়াইটায়।

মঙ্গলবার (৭ নভেম্বর) ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। মজুরি বোর্ডের সভায় সিদ্ধান্ত অনেকটাই একমত হয়েছে মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ও নির্ধারিত মজুরী কতো হবে তা শ্রম প্রতিমন্ত্রী নিজেই ঘোষণা করবেন। দুপুর ২টা ৩০ মিনিটের সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

ন্যূনতম মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

তবে বোর্ডের এক সদস্য জানান, মজুরি ১২ হাজার থেকে ১৩ হাজারের মধ্যে নির্ধারণ করা হচ্ছে। সেখানেও নির্ধারণ করা মজুরি কোন পক্ষ না মানলে সেটা যাবে প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রী দুই পক্ষকে ডেকেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেবে। এর আগেও ২০১৮ সালে ন্যূনতম মজুরি নির্ধারণে কোন পক্ষই সমঝোতায় না এলে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছিলেন।

এর আগে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধির দেওয়া ২০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষের দেওয়া প্রস্তাবে গড়ে প্রায় অর্ধেক ফারাক। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। সহিংস আন্দোলন হয়ে উঠে, যাতে গাজীপুরের দুজন পোশাকশ্রমিক মারা যান।

এসকে/ 

বিজিএমইএ ন্যূনতম মজুরি পোশাক শ্রমিক ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন