সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে মিলল ২ কেজির ইলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় এক কৃষকের পুকুরে পাওয়া গেছে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ।

মঙ্গলবার (২রা জানুয়ারি) উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বেড়িবাঁধের বাহিরে মাছটি ধরা পড়ে।

পুকুরের মালিক মো. আব্দুল হাই জানান, বেড়িবাঁধের বাহিরে ১২ শতাংশ জমিতে একটি পুকুরি তৈরি করেন তিনি। পুকুরে নেমে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে জাল টানলে বিভিন্ন প্রজাতির মাছসহ ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায়।

স্থানীয় যুবক মো. মোমিন জানান, তার খালাতো ভাই মো. আব্দুল হাইয়ের বাড়ির পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পুকুরে নামেন। এরপর জাল টেনে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি ২ কেজি ওজনের ইলিশ ধরা পড়ে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, পুকুরে ইলিশ মাছ হয় বিষয়টি এমন না। মূলত বর্ষা মৌসুমে বেড়িবাঁধের বাহিরে ঘের ও পুকুরে জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশের পোনা পুকুরে এসেছে। তাই আব্দুল হাইর পুকুরে ইলিশ মিলেছে। এছাড়া আর কিছু নয়।

ওআ/


ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন