রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বুধবার আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর দুই সৈন্য, একজন পুলিশ সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জানা যায়, উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেলায় একটি যানবাহনে বোমা রাখা হয়েছিল৷ বোমা বিস্ফোরণে নায়েক সাইদ উল্লাহ শাহ এবং সিপাহি জাওয়াদ খান নামের দুইজন সেনাবাহিনীর সদস্য, একজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। 

বোমা বিস্ফোরণটি মূলত বৃহৎ জনসমাবেশের উদ্দেশ্যেই ছিল। তবে নিরাপত্তা বাহিনির সদস্যরা তৎক্ষণাৎ বড় বিপর্যয় প্রতিরোধ করেন।

আরো পড়ুন: সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে মিলবেনা যুক্তরাষ্ট্রের ভিসা

এর আগে, নিরাপত্তা কর্মীরা একটি গোয়েন্দা অপারেশনে দক্ষিণ ওয়াজিরিস্তানে ছয় সন্ত্রাসীকে হত্যা করেন। অপারেশন চলাকালীন সময় নিরাপত্তা কর্মী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা।

তাছাড়াও গত রবিবার, খাইবার পাখতুনখাওয়ায় একটি সামরিক অভিযানে দুই সেনা এবং তিন সন্ত্রাসী নিহত হয়।

পাকিস্তান আত্মঘাতী বোমা হামলা পুলিশ সদস্য নিহত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন