মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

পাকিস্তান-সংযুক্ত মাদক চোরাচালান ধ্বংস করেছে ভারতের পাঞ্জাব পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোনের সাহায্যে হেরোইনসহ ভিবিন্ন ধরনের মাদকদ্রব্যের চোরাচালান দিয়ে থাকে পাকিস্তানীরা। পাকিস্তান থেকে উদ্ভূত এমন একটি আন্তঃসীমান্ত মাদক চোরাচালান অভিযান সফলভাবে ধ্বংস করেছে ভারতীয় পাঞ্জাব পুলিশ। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন জব্দ করা হয়। 

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাঞ্জাব পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে মাদক চোরাচালানকারীরা পাকিস্তান থেকে ড্রোন দিয়ে হেরোইনের চালান দিচ্ছে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে। সন্দেহভাজনরা তখন রাজ্যের মধ্যে মাদক পরিবহন করছিল।   

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ভিন্দার সিং (ওরফে ভিন্দা), দিলবাগ সিং (ওরফে মনু) এবং মণিপাল সিং (ওরফে মণি), সকলেই অমৃতসরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ ভারতের সীমান্তঞ্চলের বেহারওয়াল গ্রামের কাছে একটি বিশেষ চেকপয়েন্ট চলাকালীন সন্দেহভাজনদের গাড়িটিকে আটকাতে সক্ষম হয়। চালক পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের আটক করতে সক্ষম হন। পরবর্তী অনুসন্ধানে কর্তৃপক্ষ তিনটি পৃথক প্যাকে লুকানো মোট ১২ কেজি হেরোইন জব্দ করে। প্রতিটি প্যাকের ওজন ২ কেজি করে এবং তা সন্দেহভাজনদের কোমরে বাঁধা ছিল। এছাড়া গাড়ির অন্যত্র লুকিয়ে রাখা অতিরিক্ত ৬ কেজি মাদক পাওয়া গেছে।     

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের পাকিস্তানে অবস্থিত মাদক চোরাকারবারীদের সাথে যোগাযোগ ছিল। সীমান্তের ওপার থেকে চালান পেয়ে তারা রাজ্যের মধ্যে হেরোইন বিতরণে জড়িত বলে জানা গেছে। কর্তৃপক্ষ এখন পাকিস্তান-ভিত্তিক চোরাচালানকারী এবং ভারতের মধ্যে যে কোনো সহযোগীকে চিহ্নিত করতে কাজ করছে যারা মাদকের চালান গ্রহণের উদ্দেশ্যে ছিল।

মাদক পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা চলমান প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে। সংস্থাটি এই ধরনের অবৈধ অপারেশন মোকাবেলায় বিভিন্ন সংস্থার মধ্যে গোয়েন্দা-আদান-প্রদান এবং সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।  

এসকে/ আই.কে.জে/

পাকিস্তান ভারত বিএসএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250