বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের

নৌকার বিরুদ্ধে ভোট চাওয়ার অধিকার কারো আছে, প্রশ্ন পলকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নাটোরে সিংড়ায় একটি সড়ক সংস্কারের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যেই পাকা রাস্তা দিয়ে এসে তারা (বিএনপি-জামায়াত) আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, সেই পাকা রাস্তাটি তো আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। যেই বিদ্যুতের আলোর নিচে এসে নৌকার বিরুদ্ধে ভোট চাইবে, সেই বিদ্যুতের আলো তো জননেত্রী শেখ হাসিনা দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকাবাসী পেয়েছে। তাহলে নৌকার বিরুদ্ধে কারো ভোট চাওয়ার নৈতিক অধিকার কি‌ আছে?

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়ার লালোর ইউনিয়নের একটি সড়কের সংস্কার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, হয়তো আমার কাছে আপনাদের ১০টা দাবি ছিল, আমি ৮টি পূরণ করতে পেরেছি। এই সিংড়ার পাকা রাস্তা বলেন, বিদ্যুৎ বলেন সব আওয়ামী লীগ সরকার করেছে। কিন্তু তারা গত ৩৭ বছরে কি করেছে। তারা কোন অধিকারে মানুষের কাছে ভোট চাইবে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু সিংড়াতেই ২ হাজার ৪০০ পরিবারকে পাকা ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাদের আমলে সব সরকার (বিএনপি- জাতীয় পার্টি) মিলে মানুষকে কয়টা কাঁচা ঘর বা কয়টা টিন দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী গত ১০ বছরে ২৪০০ পরিবারকে নতুন ঠিকানার ব্যবস্থা করে দিয়েছেন।

আরো পড়ুন: আওয়ামী লীগের সমাবেশ পিছিয়ে ১৪ অক্টোবর

তিনি আরও বলেন, আপনারা কারো ষড়যন্ত্রমূলক কথায় বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও এই এলাকার উন্নয়ন ও সুশাসনের পক্ষে ও আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেবেন।

লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, লালোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক শুভ, সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এসকে/ 

নৌকা আওয়ামী লীগ জুনাইদ আহমেদ পলক বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন