মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

নেপালের সঙ্গে উন্নত যোগাযোগ সুবিধা পাবে ভারত : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নেপালের সাথে অধিকতর উন্নত যোগযোগ ব্যবস্থা দ্বারা সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলো সুবিধা লাভ করবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরো বলেন, ২০১৪  সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর নেপালের সাথে উন্নত যোগাযোগের কারণে ভারতের অবকাঠামোগত উন্নয়নে বিশাল পরিবর্তন সাধিত হয়েছে। 

সোমবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় জয়শঙ্কর এসব কথা বলেন। আলাপচারিতায় জয়শঙ্কর আরো বলেন, নেপাল ও ভারতের মধ্যে উন্নত যোগযোগ ব্যবস্থা ভারতের উত্তর প্রদেশের মতো রাজ্যে বড় ব্যবসার সুযোগ তৈরি করছে। এতে পশ্চিমবঙ্গ পর্যন্ত সমস্ত অঞ্চল উপকৃত হবে।  

জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, নয়াদিল্লি বর্তমানে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে সড়ক ও রেল অবকাঠামোরও উন্নতি করছে। ইতোমধ্যেই আসাম এবং ভুটানের মধ্যে রেল সংযোগ স্থাপনের জন্য ভুটানের সাথে আলোচনা চলছে। 

তিনি আরো বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর নেপালে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ সম্পর্কিত প্রকল্পগুলোর সংখ্যা বৃদ্ধি করেছে। ইতোমধ্যেই পোস্টাল হাইওয়ের ১৪টি প্রকল্পের মধ্যে ১৩টি প্রকল্প হস্তান্তর করা হয়েছে। এছাড়া গত এপ্রিলে ভারতের জয়নগর থেকে নেপালের কুর্থা পর্যন্ত রেল সংযোগ চালু করা হয়েছে, যা নেপাল ও ভারত উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন। বর্তমানে জয়নগর-বিজলপুরা-বারদিবাস রেল সংযোগ সম্পন্ন করার কাজ চলছে। 

জয়শঙ্কর আরো বলেন, মতিহারী-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণেও ভারত নেপালকে সাহায্য করেছে। এই পাইপলাইনের কারণে জ্বালানির দাম লিটার প্রতি ২ রূপি কমেছে। 

এসময় তিনি রাক্সৌল-কাঠমান্ডু রেল সংযোগ প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এটি সম্পন্ন হলে কাঠমান্ডু ভারতের সাথে সরাসরি ট্রেনে সংযুক্ত হবে। ভারত সরকার এটি পর্যালোচনা করে বিবেচনার জন্য নেপালে সরকারের কাছে জমা দিয়েছে। 

সীমান্তে অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের বড় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। 

এম.এস.এইচ/  আই. কে. জে/

ভারত জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250