রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে কোনো প্রস্তাব পায়নি বাংলাদেশ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম - ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ বা নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে থেকেই যেমন রাজপথে সক্রিয় রাজনৈতিক দলগুলো, তেমনি কূটনীতিকরাও দেখা করছেন মন্ত্রী, এমপি, বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে। উঠছে আন্তর্জাতিক চাপ এবং মধ্যস্ততায় সংলাপের পক্ষে বিপক্ষে নানান কথাও। তবে রাজনীতির মাঠের এসব আলোচনা কূটনীতির টেবিলে নেই বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্ততায় সংলাপের যে কথা বলেছেন সেটাও বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে মিলছে না বলেই মনে করেন শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের জন্য আন্তর্জাতিক কোনো চাপ বা প্রস্তাব কিছুই পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আর জাতিসংঘের মধ্যস্ততার আলোচনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ কোনো কনফ্লিক্ট জোন না। তবে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে কাজ করা হচ্ছে।

এদিকে, জেনেভায় ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ জুন সুইজারল্যান্ডে যাচ্ছেন। প্রতিমন্ত্রী জানান, এই সামিটে বাংলাদেশের লক্ষ্য ইউরোপসহ বিশ্ব বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা আদায়ের প্রেক্ষাপট তৈরি করা। 

আরো পড়ুন: গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নয়নের পথে: প্রধানমন্ত্রী

সম্প্রতি পাইলট প্রকল্পের মাধ্যমে কিছু রোহিঙ্গা মিয়ানামারে ফেরত পাঠানোর যে উদ্যোগ বাংলাদেশ নিয়েছিল, সেটা বন্ধরে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত। তার এই মন্তব্য প্রত্যাখান করে প্রতিমন্ত্রী জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার এক্ষেত্রে অবস্থানেরও সমালোচনা করেন।

এ ছাড়া ট্রানজিট ক্যাম্পে প্রত্যাবাসনগামী রোহিঙ্গাদের জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের চার বেলা খাবার না দেয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি জাতিসংঘের নজরে আনা হবে বলেও জানান তিনি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন