মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বলে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৭ই ডিসেম্বর) বেঙ্গালুরুতে আয়োজিত ওই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ নতুন করে অন্য কোনো দেশকে আর স্থায়ী সদস্যপদ দিতে চায় না। এর অন্যতম বড় কারণ, তাদের ক্ষমতার চর্চা।” 

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে কারা সদস্য থাকবে তা আগে থেকে ঠিক করা। এই সদস্যরা ক্ষমতার লাগাম ছাড়তে চায় না। তারা পুরো ক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। জাতিসংঘ দিন দিন আরো ‘ব্যর্থ’ ও ‘অকার্যকর’ হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। বলেন, “এক দিক থেকে এটা গোটা মানব জাতির ব্যর্থতা। আমার মতে, এতে পুরো বিশ্বের ক্ষতি হচ্ছে। কারণ, বৈশ্বিক নানা বিরোধ সমাধানে জাতিসংঘ আরো অকার্যকর হয়ে পড়ছে । ”

 আরো পড়ুন: প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে ভাষণ দিলেন মোদি 

বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে জাতিসংঘে সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।  তার মতে, ‘জাতিসংঘে সংস্কার আনা প্রয়োজন কি না জানতে চাইলে বিশ্বের বেশিরভাগই দেশই এর পক্ষে মত দেবে।’ 

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স ভারতকে স্থায়ী সদস্য করার ব্যাপারে একমত নয়। 

সূত্র: এনডিটিভি

এইচআ/  আই.কে.জে


জয়শঙ্কর নিরাপত্তা পরিষদ বুড়োদের ক্লাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250