বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর *** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা

দেড় মিনিট আগে পরীক্ষার খাতা নেওয়ায় আদালতে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিটি ৩০ সেকেন্ড তথা দেড় মিনিট আগে পরীক্ষার খাতা নিয়ে নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালতে গেছেন সাউথ কোরিয়ার কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (২০ই ডিসেম্বর) দেশটির একটি কলেজের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটেছে। 

ওই শিক্ষার্থীরা খাতা আগে নেওয়ার জরিমানা হিসেবে— প্রত্যেককে ১৫ হাজার ৪০০ ডলার দেওয়ার দাবি জানিয়েছে। আরো এক বছর পড়াশুনা করে পরীক্ষা দিতে তাদের এ অর্থ খরচ হবে।

সাউথ কোরিয়ার কলেজের ভর্তি পরীক্ষা বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষার একটি। এই পরীক্ষায় টানা ৮ ঘণ্টা বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হতে হয় শিক্ষার্থীদের। দেশটিতে এই পরীক্ষা ‘সুনেনাং’ নামে পরিচিত।

এই পরীক্ষা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি এমনকি ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও নির্ধারণ করে থাকে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন— সেজন্য পরীক্ষার সময় দক্ষিণ কোরিয়ার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শেয়ার বাজারের কার্যক্রমও দেরিতে শুরু হয়।

গতকাল মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) অন্তত ৩৯ শিক্ষার্থী সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ, প্রথম বিষয়ের পরীক্ষার নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই রাজধানী সিউলের একটি পরীক্ষা কেন্দ্রের বেল (ঘণ্টা) বেজে ওঠে।

কিছু শিক্ষার্থী সঙ্গে সঙ্গে এ বিষয়ে আপত্তি জানায়। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার তাদের খাতা নিয়ে নেয়। শিক্ষকরা পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পারেন। পরে তারা মধ্যাহ্ন বিরতির সময় দেড় মিনিট বেশি সময় দেন। কিন্তু ওই সময় শিক্ষার্থীরা শুধুমাত্র খালি কলামগুলোতে দাগ দেওয়ার সুযোগ পান। পূর্বে দেওয়া উত্তর পরিবর্তন করার সুযোগ দেওয়া হয়নি তাদের।

আরো পড়ুন: আরেক দফা যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি

সাউথ কোরিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এমন ঘটনার পর পরীক্ষার বাকি অংশে মনোযোগ দিতে পারেননি শিক্ষার্থীরা। অনেকে তখন কেন্দ্র থেকে বের হয়ে বাড়ি চলে যান।

শিক্ষার্থীদের হয়ে যে আইনজীবী আদালতে লড়ছেন তিনি জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এ ঘটনায় ক্ষমা চায়নি।

পরীক্ষার সময়ের বেল (ঘণ্টা) আগে বাজার ঘটনা দক্ষিণ কোরিয়ায় আগেও ঘটেছে এবং শিক্ষার্থীরাও আদালতের দারস্থ হয়েছেন। ২০২১ সালে একবার এমনটি হয়েছিল। শিক্ষার্থীরা এ বিষয়ে আদালতে গেলে, এ বছরের এপ্রিলে তাদের প্রত্যেককে ৫ হাজার ২৫০ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সূত্র: বিবিসি, ইয়ুনহাপ নিউজ

এসকে/ 

আদালত পরীক্ষা সাউথ কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250