মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তুই কি একটা বার আমার সাথে কথা বলতে পারতি না?

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

বাপ্পা,

তুই কেন রে এমন একটা কাজ করলি? তুই একটি মেয়েকে ভালোবাসতি, সেও তোকে ভালোবাসতো। কিছুদিন পর সে জানতে পারলো তুই আমার আপন ভাই না, পালিত ভাই।

সে মেয়েটা তোকে বললো, তুমিতো পালক, তোমার বাবার সম্পত্তির কিছুই তুমি পাবে না। সে তোর সাথে সম্পর্কটা শেষ করে দিলো। তুই সেটা শুনেই গলায় ফাঁসি দিলি। তুই কি একটা বার আমার সাথে কথা বলতে পারতি না?

এত অধৈর্য কেন রে তুই? সারাটা জীবন আমাদের দুঃখ বয়ে বেরানোর সুযোগ করে দিয়ে গেলি। যেখানেই থাক ভালো থাক। দোয়া করি সব সময়। তোকে এখন থেকে প্রায়ই চিঠি লিখবো আমি।

-- ইতি

তোর মেজো আপি

রিনা সুলতানা 

আরও পড়ুন : অনেক দিন তোমার মুখখানি দেখি না, ভাইয়া

এস/ আই.কে.জে/


ভালোবাসা সারাটা জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250