বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’ *** নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু *** ইরানে ‘রেজিম চেঞ্জে’র পরিস্থিতি তৈরিতে সুপরিকল্পিত হামলা চালাতে পারেন ট্রাম্প *** শেরপুরে জামায়াতের নেতা-কর্মীরা কেন সব চেয়ার দখল করে রাখল, লাঠিসোঁটা জড়ো করল—প্রশ্ন বিএনপির *** ভারতের ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

তারুণ্যের রহস্য ব্রকলি, যেভাবে খাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

অনেকে ব্রকলিকে সবুজ ফুলকপি নামে চিনে থাকে। শীতের এই সময় সবজিটি বেশ সহজলভ্য। এটি যেমন উপকারী ঠিক তেমন ভাবে ৫০ বছর বয়সেও যদি নিজেকে তরুণ দেখাতে চান তবে অবশ্যই প্রতিদিনের ডায়েটে ব্রকলি রাখুন। এমনটাই মত পুষ্টিবিদদের।

ব্রকলিতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন এবং পটাসিয়ামসহ অসংখ্য পুষ্টিগুণ। ত্বককে তরুণ রাখতে এই উপাদানগুলো বেশ কার্যকরী। প্রতিদিন ব্রকলি খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে। এতে আছে ভিটামিন সি এবং কে, ফোলেট, ফাইবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ব্রকলি। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি প্রদাহ মোকাবেলায়ও সহায়ক। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে এটি। সালফোরাফেন সমৃদ্ধ হওয়ায় ব্রকলি ক্ষতিকারক যৌগকে নিরপেক্ষ করে এবং ক্যানসারের মতো বিপজ্জনক রোগের ঝুঁকিও কমায়।

আরো পড়ুন : শীতে সুস্থ থাকতে ভরসা রাখুন এই ৫ সুপারফুডে

ব্রকলিতে আছে ফাইবার যা হজম প্রক্রিয়া ভালো রাখে এবং খিদা নিয়ন্ত্রণ করে। ওজন কমাতেও বেশ সহায়ক এই সবজিটি। সর্বাধিক পুষ্টি পেতে রোজকার পাতে রাখতে পারেন খাদ্যতালিকায়।

কীভাবে খাবেন ব্রকলি? সবুজ এই সবজিটি বিভিন্ন উপায়ে খেতে পারেন। সাম্প্রতিক একটি গবেষণা জানা গেছে, হালকা আঁচে রান্না করা ব্রকলি সবচেয়ে স্বাস্থ্যকর। যেভাবে ব্রকলি খেলে সর্বাধিক পুষ্টি পেতে পারেন চলুন জানা যাক-

সালাদ


সালাদে ব্রকলি যোগ করলে পুষ্টি বাড়বে অনেকখানি। শাক, টমেটোর সঙ্গে যোগ করুন এই সবজি। সালাদ হবে আরও স্বাস্থ্যকর। এই সালাদ খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকবে। ত্বক হবে টানটান। 

স্যুপ


শীতের মৌসুমে যদি স্যুপ খেতে ভালোবাসেন তবে স্যুপে যোগ করুন ব্রকলি। এতে এটি হবে আরও স্বাস্থ্যকর। ভেজিটেবল ব্রোথ, রসুন এবং পেঁয়াজের সঙ্গে সেদ্ধ ব্রকলির মিশিয়ে স্বাস্থ্যকর স্যুপ বানিয়ে ফেলুন। ব্রকলি যে কেবল স্বাদ বাড়াবে তা নয়। বরং ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট এর চমৎকার উৎস হিসেবে কাজ করবে। স্বাদ অনুযায়ী স্যুপে বিভিন্ন মশলা যোগ করতে ভুলবেন না।

হালকা ভাজা 


সুস্বাদু ও পুষ্টিকর খাবার খেতে চাইলে বিভিন্ন রঙিন শাকসবজির সঙ্গে ব্রকলি রোস্ট করুন। স্বাদ বাড়ানোর জন্য, রসুন, আদা এবং সামান্য সয়া সস যোগ করতে পারেন।

পুষ্টিকর উপায়ে এভাবে ব্রকলি খাওয়া হয়তো প্রতিদিন সম্ভব হবে না। এক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন ডিনারে এটি রাখুন। 

এস/ এসি

টিপস ব্রকলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250