মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার

ড্রোন প্রতিযোগিতায় মানব চ্যাম্পিয়নদের হারালো এআই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ড্রোন প্রতিযোগিতায় মানব চ্যাম্পিয়নদের হারালো এআই

সাম্প্রতিক সময়ে ডেটা প্রসেসিং, প্যাটার্ন রিকগনিশন, অপ্টিমাইজেশনের মতো কাজগুলোতে এআইর কার্যকারিতা অবাক করেছে বিশ্বকে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের দক্ষতাকেও ছাড়িয়ে গেছে এটি। এবার ড্রোন পরিচালনায় তিনজন মানব চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি জুরিখ ইউনিভার্সিটির গবেষকদের তৈরি সুইফট এআই’র সঙ্গে ড্রোন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনজন বিশ্ব চ্যাম্পিয়ন পাইলট। এতে ২৫টি রেসের মধ্যে ১৫টিতেই জয় পায় সুইফট।

শুধু তা-ই নয়, প্রতিযোগিতায় দ্রুততম সময়ে পথ অতিক্রমের রেকর্ডও ছিল সুইফটের। এসময় তার ড্রোনটির গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার।

সুইফট নির্মাতা টিমের গবেষক এলিয়া কউফম্যান বলেন, এই প্রথমবার কোনো বাস্তব খেলায় মানব চ্যাম্পিয়নকে পরাজিত করেছে এআই-চালিত রোবট।

এই প্রতিযোগিতায় একটি আবদ্ধ জায়গায় কয়েকটি ছোট গেটের মধ্যে দিয়ে দ্রুত উড়তে হয়েছে ড্রোনগুলোকে। পাইলটরা ড্রোনের সামনে লাগানো ক্যামেরার মাধ্যমে সরাসরি সব দেখতে পাচ্ছিলেন।

এতে এআই’র সঙ্গে প্রতিযাগিতায় নেমেছিলেন তিন চ্যাম্পিয়ন টমাস বিটমাটা, মারভিন শ্যাপার এবং অ্যালেক্স ভ্যানোভার। প্রতিযোগিতার আগে এক সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছিলেন তারা।

একই সময়ে সুইফটও একটি সিমুলেটেড পরিবেশে প্রশিক্ষণ নেয়। গবেষকরা জানিয়েছেন, প্রশিক্ষণকালে কয়েকশবার ব্যর্থ হয়েছিল সুইফট। কিন্তু যেহেতু সেটি সিমুলেশন ছিল, তাই বাহ্যিক কোনো ক্ষতি হয়নি ড্রোনটির। কেবল প্রক্রিয়াটি ফের শুরু করতে হতো গবেষকদের।

প্রতিযোগিতার বিশ্লেষকরা দেখেছেন, রেস শুরুর ক্ষেত্রে মানব পাইলটদের তুলনায় ধারাবাহিকভাবে দ্রুততর ছিল সুইফট এআই। তবে এটি অপ্রতিরোধ্য ছিল না। প্রায় ৪০ শতাংশ রেসেই মানুষের কাছে হেরে গেছে এআই এবং বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটিয়েছে।

দেখা গেছে, পরিবেশে পরিবর্তনের প্রতি সুইফট এআই বেশ সংবেদনশীল; যেমন- আলো।

তবে এই প্রতিযোগিতায় মূল যে অগ্রগতি স্পষ্ট হয়েছে, সেটি হলো- সুইফট অ্যারোডাইনামিক টার্বুলেন্স, ঝাপসা ক্যামেরা এবং আলোর পরিবর্তনের মতো বাস্তব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে।

কউফম্যানের দাবি, এ ধরনের এআই ড্রোনগুলো দিয়ে আগুন লাগা ভবনে আটকেপড়া লোকদের অনুসন্ধান বা জাহাজের মতো বড় কাঠামোগুলো ঝুঁকিমুক্তভাবে পরিদর্শন সম্ভব।

তবে এই প্রযুক্তি এখনই যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারে বড় কোনো পরিবর্তন আনবে বলে বিশ্বাস করেন না বিশেষজ্ঞরা।

এসকে/ 

এআই চ্যাম্পিয়ন ড্রোন গবেষক সুইফট নির্মাতা যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250