শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল

চলচ্চিত্র পরিচালনা করতে চান চিত্রনায়িকা শিবা আলী খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

চিত্রনায়িকা শিবা আলী খান। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের গ্ল্যামারাস চিত্রনায়িকা শিবা আলী খান। মূলত, ফ্যাশন মডেল হিসেবে যাত্রা শুরু করলেও ২০১২ সালে ‘রাজকুমার' নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা বাড়ান এই চিত্রনায়িকা। 

পরবর্তীতে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য স্টোরি অফ সামারা’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় নিজের নাম লেখান শিবা আলী খান৷ এই চলচ্চিত্রেই তিনি নিজেকে সাবলীলভাবে উপস্থান করতে সক্ষম হন, যা দর্শকদের কাছে তাকে রাতারাতি-ই পরিচিত করে তোলে।

এরপর শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাতেও জুটিবদ্ধ হয়ে কাজ করেন তিনি। তবে শুধু চিত্রনায়িকা হিসেবেই নয়; শিবা আলী খান একজন লেখিকা এবং পরিচালক হিসেবেও নিজেকে এরই মধ্যে মেলে ধরেছেন অনন্য উচ্চতায় এবং অচিরেই নিজের স্বীয় প্রতিভার জানান দিয়েছেন তিনি। 

আরো পড়ুন: ব্যথা পেয়েছেন সুহানা খান

প্রসঙ্গত, চলছি বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে চিত্রনায়িকা শিবা আলী খান রচিত গল্পগ্রন্থ ‘আত্মা’। ৭টি ভিন্ন ঘরানার ভৌতিক ছোটগল্পের সমন্বয়ে রচিত বইটি এই বছর বইমেলাতে ইতিবাচক সাড়াও জাগিয়েছে। সর্বোপরি, শিবা আলী খান একজন স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে সঁপেও দিতে পারেন সম্পূর্ণরূপে।

স্বপ্ন যার আকাশচুম্বী, বারবার নতুন কিছু করার আগ্রহ ও নেশা যে আদ্যোপান্ত পেয়ে বসে তাকে। শিবা আলী খানের ক্ষেত্রেও যেন তার ব্যতয় ঘটেনি। তাইতো তিনি নিজেকে শুধুমাত্র চিত্রনায়িকা এবং লেখিকাসত্তার মাঝেই আবদ্ধ রাখেননি। উপরন্তু, নির্মাণ করেছন বেশ কিছু শর্টফিল্মও। 

সম্প্রতি, মুক্তি পেয়েছে শিবা আলী খান পরিচালিত শর্টফিল্ম ‘নীতু’ এবং ‘হাঙ্গার'। প্রশংসাও কুড়িয়েছে তার নির্মিত শর্টফিল্ম। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার পরিচালিত আরেকটি শর্টফিল্ম ‘ফ্রিডম’। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে শর্টফিল্মটির ট্রেলার। ‘Match Cut Films’ নামক অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে শর্টফিল্মগুলো। তাই পরিচালক হিসেবেও যে সিদ্ধহস্ত তিনি তা একবাক্যে স্বীকার করতেই হবে। সবমিলিয়ে, ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনা করতে চায় শিবা আলী খান। 

এসি/ওআ


চিত্রনায়িকা লেখিকা পরিচালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন