মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ

গাড়ি রপ্তানিতে জাপানকে টপকে গেল চীন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম চার মাসে চীন আন্তর্জাতিক বাজারে ৭ দশমিক ৬৭ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য রপ্তানি করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। রোববার (১৫ মে) চীনের কাস্টমস সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে চায়না রেডিও ইন্টারন্যাশনাল। গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
প্রতিবেদনে বলা হয়, গাড়ি রপ্তানিতে জাপানকে ছাড়িয়ে গেছে চীন। চায়না অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের এই সপ্তাহে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে, এপ্রিলে অটোমোবাইল নির্মাতাদের রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৭৬ মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ গুণ বেশি।

গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনে গাড়ি নির্মাতারা মোট ১ কোটি ৩৭ লাখ গাড়ি রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৮৯ দশমিক ২ শতাংশ বেশি। এর মধ্যে নতুন জ্বালানি চালিত গাড়ির সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ গুণ বেশি।

আরো পড়ুন: বাংলাদেশে কার্যক্রম আরো বাড়াতে চায় বোয়িং

এর আগে রাশিয়ার অটোমোবাইল বাণিজ্য পর্যবেক্ষক সংস্থা অ্যাভটোস্ট্যাট এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের এপ্রিলে রাশিয়ায় ৭৫ হাজারের বেশি নতুন গাড়ি বিক্রি হয়েছে।

এই সংখ্যা আগের মার্চ মাসের তুলনায় আট শতাংশ বেশি এবং ২০২২ সালের এপ্রিলের চেয়ে ২ দশমিক ৭ গুণ বেশি। রাশিয়ায় বিক্রি হওয়া মোট গাড়ির ৪৪ শতাংশ চীনের ব্র্যান্ডের এবং ৩৫ শতাংশ রাশিয়ায় তৈরি।

এম এইচ ডি/
 

চীন গাড়ি রপ্তানি জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন