বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

গরমে ঘরের আরাম 

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

প্রচণ্ড এই গরমে সারদিন কাজের পর বাড়ি ফিরে সবাই চায় একটু আরাম। কিন্তু ঘরও যদি প্রাণবন্ত না থাকে তখন চলে আসে একঘেয়ামি। সারাদিন বাহিরে প্রচণ্ড গরম, আবার বাসায় এসেও গরম। 

প্রয়োজনের তাগিদে বাহিরে সবারই যেতে হবে। আর প্রকৃতির উপর নিয়ন্ত্রণ রাখা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে ঘরকে এরকম ভাবে রাখা কি যায় না যাতে করে ঘরের তাপমাত্রা একটু হলেও নিয়ন্ত্রণে থাকে। যাতে করে সত্যিই দিনশেষে একটু স্বস্তি মিলে আমাদের ঘরে। 

তাই গরমের এই সময় কিভাবে আপনার ঘরকে রাখবেন ঠান্ডা এবং প্রাণবন্ত আসুন তা জেনে নেই -

গুছিয়ে রাখুন ঘর

গরমে ঘর গুছিয়ে রাখুন।বেশি এলোমেলো ঘর বাড়তি গরম করে।  আর এতে করে সৃষ্টি হয় বাড়তি তাপমাত্রা যা হতে পারে অস্বস্তির কারণ। যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা কিংবা জায়গার জিনিস জায়গায় না রাখা এছাড়াও অতিরিক্ত ফোন বা ল্যাপটপ চার্জে দেওয়া এবং একাধিক ফোন নিজের আশেপাশে রাখা এইসব কাজ থেকে বিরত থাকুন। এতে করে ঘরের তাপমাত্রা একটু হলেও কম থাকবে। 

বাড়তি জিনিস পরিহার

স্বাভাবিকভাবেই শীতের জন্য ঘরে অনেক অদল বদল করেছিলেন- এই যেমন শতরঞ্জি খুলে ফেলা, ভারী পর্দা, অতিরিক্ত কার্পেট, বিছানায় বাড়তি শাল, দেয়ালে অতিরিক্ত ফ্রেম। এসব দিয়ে ঘরকে সজ্জিত করেছিলেন শীতের হাওয়া  এড়ানোর জন্য। তবে গরমের এই তীব্র তাপদাহে এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলুন। ঘরে যত হালকা জিনিস থাকবে তত বেশি গরম কম লাগবে। 

অল্প ফার্নিচার

অল্প ফার্নিচার এবং হালকা ডিজাইনের ফার্নিচার ব্যবহার করুন। বেশি ভারি ফার্নিচার ঘরের মধ্যে ঘিঞ্জি পরিবেশ তৈরি করে। এছাড়াও শোবার ঘরে কিংবা বসার ঘরে যত কম ফার্নিচার রাখা যায় তত বেশি বাতাস প্রবেশ করার সুযোগ থাকে। এতে করে গরমের উত্তাপ বেশ কম থাকে। 

জানালা দরজার ব্যবহার

সকাল দিকে  দরজা জানালা খুলে দিন।  কিন্তু যখন রোদের তাপমাত্রা বেশি হবে তখন জানালা বন্ধ করে দিন।(দুপুর থেকে বিকালের যে করুন তাপ দেখা যায়) এতে করে ঘরের মধ্যে গরম ভাব প্রবেশ করবে না। এছাড়াও গরমে সিম্ফেটিক কাপড়ের পর্দা ব্যবহার করুন। বেশি ভারী পর্দা গরমে ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। আর ঘরের সবকিছু যেন হালকা রঙের হয় সেদিকে খেয়াল রাখা জরুরী।

আলোর ব্যবহার

যেহেতু গরম অস্বাভাবিক  প্রশান্তি মিলছে না কোথাও সে ক্ষেত্রে ঘরের সৌখিন লাইট, কিংবা ঘর সুসজ্জিত করার জন্য বিভিন্ন ধরনের আলো, এছাড়াও শীতের ব্যবহার করা অতিরিক্ত আলো এবং ঝাড়বাতি এই ধরনের বিষয়গুলো একটু এড়িয়ে চলা উচিত। যতটা সম্ভব হালকা আলো কিংবা প্রয়োজনীয় লাইট ব্যবহার করুন। এই গরমে অতিরিক্ত আলো ব্যবহার থেকে বিরত থাকুন। 

ঘরে গাছপালা

গাছের সবুজ পাতা নিমেষেই চোখে প্রশান্তি এনে দেয়। তাই এই গরমে ঘরে, ড্রয়িংরুমে, বারান্দায়, পড়ার টেবিলে গাছ রাখতে পারেন। ঘরের জানালায় লতানো গাছ, বারান্দার গ্রিলে ঝুলন্ত গাছ এ সময় ঘরে প্রশান্তি দিবে। ঘরের গাছ  অক্সিজেনের জোগান তো দেবেই, সেই সঙ্গে ঘরে শীতল একটা ভাব বজায় থাকবে। বারান্দায় গাছ রাখার জন্য যেকোনো এক দিকের দেয়াল বেছে নিন। দেয়ালে ক্যাবিনেটে বিভিন্ন গাছ গুছিয়ে রাখতে পারেন। হ্যাংগারের মাধ্যমে স্বচ্ছ কাচের ধাপও বানাতে পারেন। জায়গা কম থাকলে ঝুলন্ত টব ব্যবহার করুন।

এম/

আরো পড়ুন: কোমল পানীয়তে কতটা চিনি থাকে
 

গরম ঘর আরাম 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন