বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

কান উৎসবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় তরুণীর ব্যতিক্রমী প্রতিবাদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০২ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ প্রতিবাদী হয়ে উঠে। কান চলচ্চিত্র উৎসবে তেমনি রাশিয়ার বিরুদ্ধে এক প্রতিবাদের হুংকার দিলেন ইউক্রেনের এক নারী। তবে তার প্রতিবাদের ভাষা একটু ভিন্ন ধরনের। এর আগেও অনেকবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচাকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন অনেকেই।

আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের জন্য চলচ্চিত্র উৎসবের এ মঞ্চটি বেশ ‘জনপ্রিয়’। ২১ মে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সেই চোখধাঁধানো মঞ্চের সামনে হেঁটে এলেন ইউক্রেনের পতাকার রঙের পোশাক পরিহিতা এক তরুণী। ‘প্যালেস দে ফেস্টিভ্যাল’এর সিঁড়িতে দাঁড়িয়ে ইউক্রেনের উপর হওয়া রুশ হামলার প্রতিবাদস্বরূপ গায়ে ঢাললেন প্রতীকী রক্ত।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই তরুণী সিঁড়ির উপর দাঁড়িয়ে নিজের শরীরের ভেতর থেকে গোপনে রাখা দুটি বেলুন বের করে চাপ দিয়ে ফাটাতেই সারা শরীর লাল রঙে ভেসে যায়।

আরো পড়ুন: ঐশ্বর্যের সঙ্গে অন্তরঙ্গ হতে গিয়ে লজ্জায় লাল রণবীর!

বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদন অনুযায়ী ফরাসি অভিনেত্রী ক্যাথরিন ডেনিউভ, ইউক্রেনীয় কবি লেস্যা ইউক্রেনকার ‘হোপ’ কবিতাটি আবৃত্তি করে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফরাসি চলচ্চিত্র পরিচালক জাস্ট ফিলিপটের ‘অ্যাসিড’ চলচ্চিত্রটি প্রদর্শনের সময়ে ওই তরুণী এমন দুঃসাহসিক কাণ্ডটি ঘটান। যদিও নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ামাত্রই তৎক্ষণাৎ তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা বন্দি হয়ে যায় পুরো ঘটনাটি।

গত বছর এই একই মঞ্চে ইউক্রেনের এক তরুণী রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে এমনভাবেই নগ্ন হয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। তার বুকের উপর আঁকা নীল এবং হলুদ পতাকার উপর ফুটে উঠেছিল একটি বার্তা ‘ধর্ষণ বন্ধ করুন’।

এসি/ আইকেজে 

কান উৎসব রাশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন