বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

কমেছে দেশি কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি কাঁচা মরিচের দাম। কেজি প্রতি কাঁচা মরিচ ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ক্রেতাদের দাবি ১০০ টাকার নিচে যদি প্রতি কেজি কাঁচামরিচ পাওয়া যেতো তাহলে তাদের অনেক সুবিধা হতো।

কাঁচামরিচ কিনতে আসা ক্রেতারা বলেন, দেশের বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক নিত্যপণ্য। গত বছর এই সময়ে আমরা ৩০ থেকে ৪০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনেছিলাম। আর এখন কিনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। কিছু দিন আগে আবার কিনতে হয়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা দরে। সরকার যদি এখনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সাধারণ মানুষের সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়বে।

আরো পড়ুন: বিশ্ববাজারে কমেছে চিনির দাম

বিক্রেতারা বলেন, দেশের বিভিন্ন মোকামে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। যার ফলে কাঁচামরিচের দাম প্রতিদিন উঠানামা করছে। বর্তমানে কিছুটা দাম কমে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

এসকে/ 

কাঁচা মরিচ দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন