শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

সংগীত

এবার অঞ্জনাকে চিঠি লিখলেন মনির খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

সংগীতশিল্পী মনির খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া সংগীতশিল্পী মনির খান মানেই শ্রোতাহৃদয়ে অন্যরকম ভালোবাসা ও আবেগ-অনুভূতির এক নাম। বলা হয়ে থাকে, নিজের মনের না বলা দুঃখ, কষ্ট কিংবা ভালোবাসা প্রকাশ হয় তার গানে। সুরেলা কণ্ঠে শ্রোতাদের চাহিদা অনুযায়ী গান করে এখনো নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মনির খান।

‘তোমার কোনো দোষ নেই’, ‘আট আনার জীবন’, ‘ভাড়া করে আনবি মানুষ’, ‘বিধি আমার এ চোখ অন্ধ করে দাও’ ও ‘প্রেমের তাজমহল’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মনির খান। প্রায় ত্রিশ বছরের সংগীত ক্যারিয়ারে ৪৫টি একক অ্যালবাম, তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে তার। পাশাপাশি চারশ’টিরও বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে কয়েক শতাধিক একক মিউজিক ভিডিও।

দীর্ঘ এই সংগীত ক্যারিয়ারে প্রায় প্রতিটি অ্যালবামেই ‘অঞ্জনা’ শিরোনামে গান রেখেছেন তিনি। সেই গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। বিরহের এই গানগুলো দর্শকেরা এখনো পছন্দ করেন। কোনো কনসার্টে এখনো এই গানটি শোনাতে হয়। আর ভক্তদের কাছ থেকে শুনতে হয় কে এই অঞ্জনা? সেটা যেন একটা রহস্য। সেই অঞ্জনাকে নিয়ে এবার ফেসবুকে খোলাচিঠি লিখলেন মনির খান।


পোস্টারে মনির খান - ছবি: সংগৃহীত

মনির খান লিখেছেন, ‘পাশার দান ঘুরে যায় একদিন, অন্যের প্রতি যে অন্যায় আচরণকে কখনো অন্যায় মনে হয় নাই, সেই একই আচরণ যখন নিজের সঙ্গে হলো, আত্ম-উপলব্ধিটা চলেই এল তোমার ভেতর! এখন অভিযোগও করতে পারছ না। কারণ, যে হাত রক্তমাখা, সেই হাত দিয়ে কি খুনের সাধারণ ডায়েরি লেখা যায়? আবার ক্ষমাও চাইতে পারছ না। কারণ, অনেক বেশি দেরি হয়ে গেছে, আফসোস! খুব নীরবে প্রায়শ্চিত্তের রাস্তা খুঁজে নিতে হচ্ছে তোমাকে।’

মনির খান আরও লিখেছেন, ‘অনেকে বলে “কারমা” কিংবা প্রকৃতির প্রতিশোধ, আসলে ওসব কিছু না। এটা বোধ হয় স্বাভাবিক নিয়মে জীবনের মোড় ঘুরে যাওয়া। 

ইউটার্ন নিলেই যেমন বাম আর ডান উল্টে যায়; অমন করে উল্টে যায় চিন্তা, বোধ, বিচার, বিবেক আর গলার সুর। অথচ রাস্তার ওপাশে থেকে এপাশের কথা একটু ভাবলেই হয়তো বহুকাল আগের সেই অন্যায়টা হতো না। হয়তো তোমাকে এক বিন্দু প্রায়শ্চিত্তও করতে হতো না। হয়তো কারও জীবন আরেকটু সুন্দর হতো। হয়তো ভয়াবহ তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কাউকে বাঁচতে হতো না। হয়তো স্রষ্টার দুয়ারে জমা হওয়া কারও করুণ আর্তি মর্ত্যের বুকে তোমার জন্য অভিশাপের বৃষ্টি হয়ে নেমে আসত না।’

আরো পড়ুন: মুক্তির আগেই আয় ২১০ কোটি টাকা

মনির খানের তুমুল জনপ্রিয় গান ‘অঞ্জনা’ এখনো তাঁর ট্রেডমার্ক হয়ে আছে। এই গায়কের অনেক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের গানটি ঘুরেফিরে এসেছে। কিন্তু কে এই অঞ্জনা?

সেটা নিয়ে এর আগে তিনি একটি দৈনিকের অনলাইন সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়ত ক্লাস সেভেনে। আমি নাইনে। আমাদের প্রেম আসলে সেভাবে প্রস্তাব করে হয়নি। একসঙ্গে চলাফেরা, এর মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে।’

এম/


মনির খান সংগীতশিল্পী অঞ্জনা চিঠি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250