শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল

ঈদে হল বুকিংয়ে ‘প্রিয়তমা’র সেঞ্চুরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ইধিকা পাল ও শাকিব খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। আর এই সিনেমার ফাস্ট লুক, টিজার, ট্রেলার সবকিছুই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এবং এ সবকিছুই খুবই ভালোভাবে গ্রহণ করেছেন দর্শকরা। এ ছাড়া ‘প্রিয়তমা’ সিনেমার জন্য ইতোমধ্যে ১০০ সিনেমা হলও চূড়ান্ত হয়েছে।

সোমবার (২৬ জুন) পরিচালক হিমেল আশরাফ নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 আর মাত্র দুদিন বাকি ঈদের। ঈদের দিন অর্থাৎ (২৯ জুন) প্রেক্ষাগৃহে আসছে শাকিব খানের ‘প্রিয়তমা’।

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও দেখা যাবে এই ছবি। হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় চলবে ‘প্রিয়তমা’।

 হিমেল আশরাফ জানান, হাই রেন্টালে প্রতিটি হলে সিনেমা দিচ্ছেন তারা। কেবল তাদের পলিসিতে রাজি থাকলেই ছবি দেয়া হচ্ছে। তা ছাড়া উন্নত পরিবেশ বিবেচনায়ও সিনেমা দেয়া হচ্ছে। ঈদের আগের দিন চূড়ান্ত হললিস্ট দেয়া হবে বলেও জানান তিনি।


শাকিব খান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়া মূল্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়। রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর) সহ বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে চলচ্চিত্রটি বুকিং করে।

এ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, সিনেমা হল (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ) মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশি সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে।

হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

আরো পড়ুন: 'ক্যাসিনো’ সবাইকে তাক লাগিয়ে দেবে – বুবলী

প্রাথমিকভাবে চলচ্চিত্রটি ২০১৮ সালের ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়, যদিও সেসময় বিভিন্ন চলচ্চিত্রটি নির্মাণকাজ বিলম্বিত হয়। এরপর ২০২৩ সালের ২৫ এপ্রিল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচালক হিমেল আশরাফ চলচ্চিত্রটি ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির তারিখ ঘোষণা করেন।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এম/


শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন