শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

ইমার্জিং এশিয়া কাপ

আফগানিস্তানের বিপক্ষে জয়ের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওপেনিংয়ে ঝড় তোলা তানজিদ তামিম এদিন ব্যর্থ হয়েছেন। রান পাননি জাতীয় দলে ব্যর্থ হওয়া নাঈম শেখও। জাকির ফিফটি করেছেন। মাহমুদুল জয় সেঞ্চুরি করলেও ইনিংস বড় হয়নি। বড় রানের আশা জাগলেও আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৩০৭ রানে থেমেছে বাংলাদেশ ইমার্জিং দল। 

টেস্ট ক্রিকেটে ওপেনিং করেন মাহমুদুল হাসান জয়। সেখানে সাফল্যও পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও সাদা বলে টপ অর্ডারে খেলতে দেখা যাক তাকে। কিন্তু ইমার্জিং এশিয়া কাপে প্রতিশ্রুতিশীল তরুণকে খেলানো হচ্ছে পাঁচে। 

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে মঙ্গলবার আফগানিস্তান ইমার্জিং দলের বিপক্ষে পাঁচে নেমেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি এই ব্যাটার। পুরোপুরি ১০০ রানের ইনিংস খেলেই সাজঘরে ফেরেন তিনি। 

জয়ের ব্যাট থেকে ১১৪ বলে এসেছে ওই ইনিংস। ১২টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে জয়ের এটি প্রথম সেঞ্চুরি। ৩৪ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পাঁচটি ফিফটি থাকলেও এবারই প্রথম তিন অঙ্কের দেখা পেলেন এই তরুণ। 

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এদিন রান পেয়েছেন তিনে ব্যাট করা জাকির হাসান। তার ব্যাট থেকে আসে ৭২ বলে ৬২ রান। ছয়টি চার ও দুটি ছক্কা মারেন এই তরুণ টেস্ট ওপেনার। এছাড়া চয়ে ব্যাট করে সৌম্য সরকার ৪২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি করে চার ও ছক্কার শট দেখা যায়। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৮ জুলাই ২০২৩)

শেষে দারুণ ঝড় দেখিয়েছেন শেখ মাহেদি। তিনি ১৯ বলে ছয়টি চার ও একটি ছক্কার শটে ৩৬ রান করে দলকে তিনশ’ ছাড়ানো সংগ্রহ এনে দিয়েছেন। আফগানিস্তানের হয়ে পেসার মোহাম্মদ সালিম ১০ ওভারে ৬৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। 

এম/


আফগানিস্তান আফগানিস্তান সেঞ্চুরি মাহমুদুল হাসান জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250