রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল *** জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী *** মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না: বদিউল আলম মজুমদার *** মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা *** জুলাই গণ-অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার *** গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা *** জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে উঠছে রোববার *** চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল *** মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা *** প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪টি দলের বৈঠক আজ

আইফোন থেকে স্যাটেলাইটে বার্তা পাঠিয়ে দাবানল থেকে রক্ষা পেল পরিবার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

আইফোন থেকে স্যাটেলাইটে জরুরি বার্তা পাঠানোর দৃশ্য

আইফোনের স্যাটেলাইট বার্তা পাঠানোর সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের ভয়াবহ দাবানল থেকে রক্ষা পেয়েছে পাঁচ সদস্যের এক পরিবার। 

গত মঙ্গলবার অঙ্গরাজ্যের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। দাবানল এত দ্রুত ছড়াতে থাকে যে পরিবারটি রাস্তায় আটকে পড়ে। প্রচণ্ড গরমে ও ধোঁয়ার কারণে পথ খুঁজে পাচ্ছিল না পরিবারটি। এমনকি ফোনের নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। 

এ সময় আইফোনের মাধ্যমে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি এসওএস বার্তা পাঠায় পরিবারটি। জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁদের উদ্ধার করতে সক্ষম হন এবং সবাই প্রাণে বেঁচে যান।

মাইকেল জে মিরাফ্লোর নামের এক ব্যক্তি এ বিষয়ে এক্সে (টুইটার) লিখেছেন, "আমার ভাইয়ের বন্ধুর আত্মীয় পরিবারসহ মাউই দ্বীপে গাড়িতে আটকা পড়েছিলেন। তখন তাদের চারপাশে দাবানল ছড়িয়ে পড়ে। ফোনের নেটওয়ার্ক ছিল না। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। অ্যাপলের জরুরি এসওএস সুবিধাই ছিল একমাত্র ভরসা। এটিই আক্ষরিক অর্থে তাদের এ ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচিয়েছে।"  

উল্লেখ্য, আইফোনের স্যাটেলাইটভিত্তিক এসওএস সুবিধা কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠানো যায়। আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের আইফোনে বিনা মূল্যে এ সুবিধা ব্যবহার করা সম্ভব।

সূত্র: বিজিআর ডটকম

এসকে/  

আইফোন আইফোনের মাধ্যমে স্যাটেলাইট সংযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন