মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে বায়ার্নে যেতে রাজি হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখ ইংলিশ ফুটবলার হ্যারি কেইনকে দলে ভেড়াতে চলতি দলবদলের বাজারে বেশ চেষ্টাই করছিল। বুন্দেস লিগার ক্লাবটি একের পর এক দাম বাড়িয়েও রাজি করাতে পারছিল না টটেনহ্যাম হটস্পারকে। অবশেষে চতুর্থ দফা প্রস্তাব বাড়ানোর পর কেইনকে ছাড়তে সম্মত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। অবশেষে ক্যারিয়ারের বাঁকবদল করে বায়ার্নেই যেতে রাজি হয়েছেন তিনি।  

দ্য টাইমস জানিয়েছে, কেইন চার বছরের চুক্তিতে বায়ার্নে যেতে রাজি হয়েছেন। বর্তমান ক্লাব টটেনহ্যামও এরপর মেডিকেল টেস্ট এবং চুক্তির বাকি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইংলিশ এ ফুটবলারকে জার্মানিতে ভ্রমণের অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। 

আমেরিকান গণমাধ্যম দ্য এথলেটিক জার্মানির সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, কেইনের জন্য অবশেষে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে বায়ার্ন। ফলে তাতে রাজি হয়েছে টটেনহ্যাম। কিন্তু দুই ক্লাবের মাঝে সমঝোতা হলেও কেইন বায়ার্নে যেতে রাজি কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছিলো না। তবে ব্যক্তিগত শর্তাবলিতে আলোচনা হবার পর বুন্দেসলিগার ক্লাবটিতে যেতে রাজি হয়েছেন বয়লেই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। 

ইংলিশ এই তারকাকে আড়াই কোটি ইউরো বেতনে দলে নেয়ার প্রস্তাব দিয়েছে বায়ার্ন, এমন্টিই জানিয়েছিল দ্য এথলেটিক।

আর.এইচ/ আই.কে.জে.

হ্যারি কেইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250