শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা

জেনে নিন কোন ডালে প্রোটিনের পরিমাণ বেশি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালির পছন্দের খাবার ডাল-ভাত। রোজকার পাতের ভাতে থাকে মুগ কিংবা মসুর ডাল। তবে আমরা নিত্যদিনের খাবারে যে ডাল খেয়ে থাকি অনেকে অবশ্য ঠিকভাবে জানিও না যে কোন ডালে কী পরিমাণ প্রোটিন আছে। জেনে নিন কোন ডালে প্রোটিনের পরিমাণ বেশি-

পুষ্টিবিদরা বলেন, যে ডালটি বাঙালিরা রোজের খাদ্যতালিকায় রাখেন না, তাতেই রয়েছে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন। এখন অবশ্য এ কথায় অনেকের চোখ কপালে উঠে গিয়েছে! আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন ডালে পুষ্টির মাত্রা বেশি।

আরো পড়ুন : ছোট এই এলাচে বহু রোগের মুক্তি!

পুষ্টিবিদরা জানিয়েছেন যে, ডালে পুষ্টিমান বেশি সেটি হলো অড়হর বা অড়ল ডাল। এই ডালের ইংরেজি নাম  Pigeon pea। এতে রয়েছে প্রচুর পরিমানে প্রোটিন সেই সঙ্গে রয়েছে ভিটামিন বি। ফ্যাট এবং ক্যালোরি এতে খুবই কম রয়েছে। কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম রয়েছে অনেকটা মাত্রায়। সব মিলে অনেকটা কর্মশক্তি জোগায় এই ডাল।


তবে পুষ্টিগুণে খুব বেশি পিছিয়ে নেই ছোলার ডাল। এতে অনেকটা প্রোটিন তো আছেই, সঙ্গে আছে আয়রন, ক্যালশিয়াম এবং পটাশিয়াম। ছোলার ডাল যেমন হৃদযন্ত্রের জন্য ভালো, তেমনই ভালো ডায়াবেটিসের রোগীদের জন্য। রক্তচাপ যাদের বেড়ে যাওয়ার প্রবণতা, তারাও নিয়মিত ছোলার ডাল খেতে পারেন।

এখন হয়তো অনেকেই ভাবছেন তাহলে কি স্বাদের মসুর ডালে কোনো পুষ্টিই মিলবে না?

এমন নয়। মসুর ডালে প্রোটিনের সঙ্গে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, জিঙ্ক ও ম্যাগনেশিয়াম। আধা কাপ মসুর ডাল খেলেই অনেকটা পুষ্টি পায় শরীর।

এস/ আই.কে.জে/

ডাল প্রোটিন প্রোটিন সমৃদ্ধ ডাল প্রোটিনের উৎস স্বাস্থ্যকর ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন