ছবি: সংগৃহীত
সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। স্থানীয় সময় রোববার (৮ই ডিসেম্বর) সিরিয়ার রাজধানী ছেড়ে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
এদিকে দামেস্কের রাস্তায় সাধারণ মানুষের উল্লাস কন্ঠে তাদের মুক্তির স্লোগান আনন্দ ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে, ব্যক্তিগত বিমানে শহর ছেড়ে পালিয়ে যান তিনি, তবে গন্তব্য সম্পর্কে জানা যায়নি। এ ঘটনার পর দেশটির সেনাবাহিনী জানায় আসাদ সরকারের শাসন আমলের অবসান হয়েছে মুহূর্তেই বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলেন। আলেপ্পবাসী আনন্দ উদযাপন চলছে লাতাকিয়াতেও।
বাশারের পালানোর খবর চাউর হওয়ার আগেই রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। তাদের দাবি এসময় বড় ধরনের কোন প্রতিরোধের মুখে পড়তে হয়নি।
প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ায় সিরিয়াকে মুক্ত ঘোষণা করে বিদ্রোহীরা বলে একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আসাদ সরকারের ২৪ বছরের আসনা আমলে যারা বাস্তুচ্চুত বা কারাবন্দী হয়েছেন তারা এখন নিজ ঘরে ফিরতে পারবেন এখানেই শেষ নয় রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার পর কুখ্যাত সেদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি দেয় বিদ্রোহীরা। সরকারি টিভি চ্যানেল এবং রেডিও নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তারা।
এরই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে সরকারি বাহিনী সরে গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
সরকারি সেনাদের ইরাকে পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালী বলেছেন, দেশের মানুষের স্বার্থে পরবর্তী করণীয় ঠিক করতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।
আল-জালালি বলেন, আমি সবাইকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি, যারা আমাদের দিকে তাদের হাত বাড়িয়েছে। দৃঢ়ভাবে বলছি, তারা এই দেশের কারও ক্ষতি করবে না।
বক্তব্যে জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন