বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

ইরানের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে বেপরোয়া কৌশল নিয়েছে জার্মানি–ফ্রান্স–ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতি অভিযোগ জানিয়ে বলেছেন, তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ ‘বেপরোয়া’ কৌশল অনুসরণ করছে। সতর্ক করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের (ইউরোপের এ তিন দেশের) জোটবদ্ধতা বিশ্বজুড়ে ইউরোপের যে অবস্থান রয়েছে, সেটিকে খর্ব করবে। দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে আব্বাস আরাগচি এসব কথা বলেন। খবর আল জাজিরার।

ইউরোপের এ তিনটি দেশকে ‘ইথ্রি’ হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ তিনটি এমন একটি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত এগিয়ে নিচ্ছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এর কোনো আইনি মানদণ্ড নেই। এটা ব্যর্থ হতে বাধ্য।

আব্বাস আরাগচি লেখেন, ‘আসল সত্যটা হলো, তারা (ইথ্রি) ইচ্ছাকৃতভাবে একটি বেপরোয়া পদক্ষেপ নিতে যাচ্ছে। গুরুতর ভুল অনুমানের ওপর ভিত্তি করে নেওয়া এ পদক্ষেপ উল্টো ফল দেবে।’

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার জন্য গত আগস্টে ইউরোপের তিনটি বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করেছে। দেশ তিনটি ইরানের বিরুদ্ধে ২০১৫ সালে সই করা পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তির ‘গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ এনেছে।

ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলার মধ্যেই গত জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল আমেরিকা। এখন ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ইউরোপের তিন দেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আব্বাস আরাগচি অভিযোগ জানিয়ে লেখেন, ইরান নয় বরং ২০১৫ সালে সই হওয়া যৌথ কর্মপরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছিল আমেরিকা। আর এ সত্যটি ইউরোপের তিন শক্তি (ই–থ্রি) উপেক্ষা করছে। চুক্তির অধীন ইরানের যেসব আইনি প্রতিকারমূলক ব্যবস্থা রয়েছে, তা গ্রহণ করা হয়েছে। তবে ইথ্রি তাদের নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

আব্বাস আরাগচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250