রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল *** জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু মাহমুদ চৌধুরী *** মৌলিক সংস্কার না হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না: বদিউল আলম মজুমদার *** মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা *** জুলাই গণ-অভ্যুত্থানে মূল লক্ষ্য ছিল ‘অভ্যন্তরীণ পরাধীনতামুক্ত’ রাষ্ট্র গঠন: ফরহাদ মজহার *** গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা *** জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প একনেকে উঠছে রোববার *** চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল *** মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার করবে রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা *** প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪টি দলের বৈঠক আজ

সিম ছাড়াই এই ফোনে করা যাবে কল, চলবে ইন্টারনেট!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে কোনও স্মার্টফোন পরিচালনার জন্য প্রয়োজন হয় একটি সিম কার্ড। সিম কার্ডের মাধ্যমে মোবাইল টাওয়ার থেকে নেটওয়ার্কে সংযুক্ত হয় ফোন। এই বহুল পরিচিত প্রযুক্তির বদল ঘটতে যাচ্ছে। স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ভিয়াস্যাটের (Viasat)-এর সঙ্গে একযোগে ভারতের বিএসএনএল চালু করতে চলেছে ডিরেক্ট টু ডিভাইস স্যাটেলাইট পরিষেবা।

নতুন  প্রযুক্তির সহায়তায় সিম কার্ড ছাড়াই করা যাবে  ফোন, নেটওয়ার্ক না থাকলেও পাবেন পরিষেবা। 

এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্রান্সপোর্ট অপারেটর, গাড়ি ইত্যাদির সাহায্যে কোনো স্যাটেলাইট কানেকশনের হার্ডওয়্যার ছাড়াই টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট কভারেজ পাওয়া যাবে। 

আরো পড়ুন : ইন্টারনেটের গতি বাড়াতে করনীয়

এই বিশেষ প্রযুক্তির ট্রায়াল ইতিমধ্যে সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালে ভিয়াস্যাট সংস্থা একটি কমার্শিয়াল অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে নন টেরেস্ট্রিয়াল কানেক্টিভিটি সক্রিয় করার মাধ্যমে টু-ওয়ে মেসেজিং ও এস ও এস মেসেজিং প্রদর্শন করে। এক জায়গা থেকে বার্তা পাঠিয়ে তা এই প্রযুক্তির সহায়তায় ৩৬ হাজার কিলোমিটার দূরে থাকা ভিয়াস্যাটের জিও স্টেশনারি স্যাটেলাইটে পৌঁছে গিয়েছিল। আর এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, স্যাটেলাইট থেকে সেলফোন কানেক্টিভিটি ভারতীয় গ্রাহকদের জন্য সম্ভব হবে। ভিয়াস্যাটের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এই টেলিকম অপারেটর সংস্থা নিজেদের ব্যবসাকেও বাড়াতে পারবে।  

মূলত প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না, কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির মাধ্যমে ফোনে অবিচ্ছিন্ন সংযোগ করা যাবে। যে এলাকায় নেটওয়ার্ক এখনও সেভাবে সুগঠিত নয়, সেখানে বিএসএনলের এই পরিষেবা অনেক উপকার এনে দেবে গ্রাহকদের। 

ভিয়াস্যাটের মুখ্য টেকনিক্যাল অফিসার সন্দীপ মুর্তি জানান, স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তি সমস্ত বাধা দূর করবে। আগামী দিনে এর মাধ্যমে ভারতে প্রোডাকশান ও সাপ্লাই চেনের অনেক সুবিধে হবে।

এস/ আই.কে.জে

স্মার্টফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন