ফাইল ছবি (সংগৃহীত)
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আহতদের সুস্থতা কামনা করেও প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার (২৪শে জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এ প্রার্থনার আয়োজন করে সংখ্যালঘু অধিকার পার্টি (বিএমআরপি)। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।
বিএমআরপির উপদেষ্টা অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস এ প্রার্থনার সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমআরপির উপদেষ্টা সুমন কুমার রায়, সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সাধারণ সম্পাদক তন্ময় মৌলিক, যুগ্ন সাধারণ সম্পাদক সৌরভ গাঙ্গুলি, অরিন্দম কর্মকার, বিপুল বর্মন প্রমুখ।
খবরটি শেয়ার করুন