ছবি : সংগৃহীত
ত্বকের ভালোর জন্য কম-বেশি সবাই টোনার ব্যবহার করেন। টোনার একদিকে যেমন আপনার হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয়। অন্যদিকে ত্বককে করে তোলে আরও স্বাস্থ্যোজ্জ্বল। কিন্তু এই টোনার সম্পর্কে অনেকের বেশকিছু ভুল ধারণাও রয়েছে। আপনিও কি এই ভুল ধারণায় বিশ্বাস করবেন?
অনেকে মনে করেন টোনার ব্যবহারে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই ধারণা একেবারেই ঠিক নয়। কারণ, সব টোনারের উপাদান একই নয়। এক একটি টোনার আলাদা আলাদা কাজ করে। তাই আপনি কোন টোনারটি কিনছেন তার উপর নির্ভর করে তৈলাক্ত কিংবা শুষ্কতা।
কেউ কেউ মনে করেন, ক্নিনজারের বিকল্প হিসাবে টোনার ব্যবহার করা যায়। এই ধারণা যদি আপনারও থেকে থাকে, তবে এখনই পাল্টে নিন। কারণ টোনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া, বাড়তি তেল, মৃত কোষকে পরিষ্কার করতে কাজে লাগে। তবে তা ভালো ভাবে পরিষ্কার করেই লাগাতে হবে। ফলে এটি আপনি ক্লিনজারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন না।
আরো পড়ুন : কটনবাড দিয়ে কান পরিষ্কার করছেন? সতর্ক হোন আজই
অনেকে ধারণা রয়েছে, স্ক্রাবারের পরিবর্তে টোনার ব্যবহারে ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ধারণাও সম্পূর্ণ ভুল। হয়তো ত্বকের সামান্য ঔজ্জ্বল্য ফেরাতে পারে টোনার। তবে তা কখনই পুরো মাত্রায় ত্বককে মৃত কোষমুক্ত করতে পারে না।
এটা ঠিক যে, টোনার ত্বকের ব্রণ বা কালো দাগ তুলতে পারে না। তবে আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টোনার। ফলে ব্রণর সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলতে পারে।
অনেকে মনে করেন, সেনসিটিভ ত্বকে টোনার ব্যবহার করা একদম ঠিক নয়। এই ভাবনাও সঠিক নয়। কারণ বাজারে ত্বকের ধরণ অনুসারে বিভিন্ন রকমের টোনার রয়েছে। যা সব ধরনের ত্বকের জন্যই রয়েছে।
এস/ আইকেজে