বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

৪০ বছর ধ‌রে ২০০ কবর খুঁড়ে নেননি কোনো পারিশ্রমিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে কারও মৃত্যুর খবর শুনলেই ছুটে যান তহিদুল ইসলাম (৬৫)। দিন কিংবা রাত যেকোনো সময় কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকেন তিনি। পেশায় লেবার হলেও কাজের জন্য পারিশ্রমিক নেন না। গত ৪০ বছর স্থানীয়দের জন্য কাজটি করেন।

মো. তহিদুল ইসলামের বাড়ি বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে।

বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা ও আদর্শই তাকে অনুপ্রাণিত করেছে। প্রায় ২০০ জন মানুষের জন্য কবর খুঁড়েছেন তি‌নি। এই মানবিক কাজ কখনও থেমে থাকেনি।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ বাসে তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ

তহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কবর খোঁড়া শুধু একটি কাজ নয়, এটি স্রষ্টার প্রতি ভালোবাসা। ২৪ বছর বয়স থেকেই কবর খোঁড়ার কাজ শুরু করি। গত ৪০ বছর ধরে মারা যাওয়া মানুষের জন্য কবর খোঁড়ার কাজ করছি।

তিনি আরও বলেন, যতদিন কাজ করার সুযোগ পাবো, ততদিন কাজ চালিয়ে নিবো। কবর খোঁড়ার কাজ করে যেতে চাই। শুধু মানুষের ভালোবাসা পেলেই তৃপ্ত আর কারও কাছে কিছু চাওয়া-পাওয়ার নেই। তহিদুলের ছোট ছেলে নুরনবী (১৯) বাবার কাজে অনুপ্রাণিত হয়ে ৫০টির বেশি কবর খুঁড়েছেন। পাশাপাশি একই গ্রামের হবি ও আলামিনসহ আরও কয়েকজন যুবক তহিদুলের অনুপ্রেরণায় এই মহৎ কাজে যুক্ত হয়েছেন। মৃত ব্যক্তিদের সঠিকভাবে সমাহিত করা জীবিত মানুষের নৈতিক দায়িত্ব। যত দিন বেঁচে আছি এ কাজ চালিয়ে যাবো। কবর খোঁড়ার জন্য কারও কাছ থেকে টাকা নেন না বলেও জানান তিনি।

এসি/কেবি

পারিশ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন