বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

মসজিদে নববির ছাদে ৯০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার মসজিদে নববির ছাদে ৯০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। এতে করে পবিত্র রমজান মাসে রোজাদার মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে নববির ছাদে নামাজ আদায়, ইফতার খাওয়া এবং অন্যান্য ইবাদত করতে পারছেন।

৬৭ হাজার স্কয়ার মিটার বিস্তৃত মসজিদে নববির ছাদ নামাজ আদায়ের ক্ষেত্রে উপযুক্ত একটি স্থান। ছাদে ওঠার জন্য মসজিদের প্রবেশদ্বারে রয়েছে ২৪টি সিঁড়ি।

নামাজের আগে ও পরে যেন মুসল্লিরা স্বাভাবিকভাবে ছাদে উঠতে পারেন ও নামতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভিড় সামলানোর জন্য ছয়টি চলন্ত সিঁড়িও রয়েছে।

কাবা শরীফ ও মসজিদে নববির দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে। এতে সহায়তা করছে কর্তৃপক্ষটির কর্মকর্তা ও কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো।

প্রস্তুতির মধ্যে রয়েছে মসজিদের উপরিভাগ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা, ধোয়া-মোছা করা, ৫ হাজার জায়নামাজ বিছানো এবং ইফতারের জন্য নির্দিষ্ট স্থান তৈরি করা।

এছাড়া মসজিদে নববিতে আগত মুসল্লিদের খাবার, জমজমের পানি দেওয়া হচ্ছে। সঙ্গে মুসল্লিদের মাঝে বিতরণ করা হচ্ছে ২০ হাজার কোরআন শরীফ।

আরও পড়ুন: মসজিদুল হারামে ইতিকাফকারীদের সংখ্যা দ্বিগুণ করল সৌদি

মাগরিবের নামাজের আগে ইফতার সাজানো, ইফতার শেষ হয়ে যাওয়ার পর মাগরিব, এশা ও তারাবির নামাজের আগেই যেন সবকিছু প্রস্তুত হয়ে যায় সেজন্য সেখানে সার্বক্ষণিক কাজ চলে।

মসজিদে নববিতে যে মনোরম আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে সেটি মুসল্লিদের মনকে আরও প্রফুল্ল করে তোলে।

পবিত্র রমজান মাসে কাবা শরীফ ও মসজিদে নববিতে মুসল্লিদের ভিড় অনেক বৃদ্ধি পায়। ভিড় সামলানো এবং আরও বেশি মানুষকে নামাজের ব্যবস্থা করে দিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়।

সূত্র: গালফ নিউজ

এসকে/ 

রমজান মাস মসজিদে নববি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250